এস এম রনি , সাতক্ষীরা : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ১১৫৯) ও ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন(রেজিঃ ১১৫৫) নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণা করা হয়েছে।রোববার বেলা ১১ টায় নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয়ে ১১৫৯ এর প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ তফসিল ঘোষণা কালে বলেন, আগামী ২ আগস্ট ভোমরা শ্রমিক ইউনিয়ন ২ টির ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে আগামী ১৩ জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১৫ জুলাই খসড়া ভোটার তালিকার উপর আপত্তি ও নিষ্পত্তি, ১৬ জুলাই চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও মনোনয়নপত্র সংগ্রহ, ২০ জুলাই মনোনয়নপত্র যাছাই বাছাই ও প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ, ২১ জুলাই প্রার্থীর আপিল আবেদন ও আপিলের উপর শুনানী, ২২ জুলাই মনেনয়নপত্র প্রত্যাহার ও চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ, ২৩ জুলাই প্রতীক বরাদ্দ ও ২ আগস্ট ভোট গ্রহণ করা হবে। তিনি আরো বলেন , ভোট কারচুপি হওয়ার কোন সুযোগ নাই। কোন প্রার্থী ভোট কেটে নেওয়ার চিন্তা থাকলে ভুলে যান। শ্রমিক ইউনিয়নের নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশা করছি সকলের সার্বিক সহযোগীতায় সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে পারবো। তফসিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন ১১৫৯ এর সহকারী নির্বাচন কমিশনার আবু মুসা ও মোঃ আসাদুল ইসলাম। ১১৫৫ এর প্রধান নির্বাচন কমিশনার চেয়ারম্যান ইস্রাইল গাজী , সহকারি নির্বাচন কমিশনার শ্রী পরিতোষ ঘোষ, শ্রমিক নেতা লুৎফার রহমান মন্টু সহ নেতৃবৃন্দ।