মোঃ শহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার):
শিবগঞ্জ থানার কিচক ইউনিয়নের চান্দারপার আবু তালেবের বাসা থেকে ১১/০৬/২৫ তারিখে আনুমানিক রাত ২ টার পরে Yamaha FZ version 2 এবং Pulsar 150cc. দুইটি বাইক বাসার তালা কেটে চুরি করে নেয়। ১২/০৬/২৫ তারিখ সকাল ১০ টায় শিবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। পরবর্তীতে শিবগঞ্জ থানার পুলিশের স্পেশাল টীম এবং বগুড়ার ডিবি অফিসের স্পেশাল টিমের তত্ত্বাবধানে ১২ তারিখ রাত্রিবেলায় গাড়ি দুটি উদ্ধার করা হয়। গাড়ি দুটি বর্তমানে শিবগঞ্জ থানা পুলিশ হেফাজতে রয়েছে। সেই সাথে দুটি চোরকে আটক করা হয়েছে।
শিবগঞ্জ থানা পুলিশকে অসংখ্য ধন্যবাদ। অনেক দ্রুত রেসপন্স এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার জন্য আজকে গাড়ি দুটি ফিরে পাওয়া গেছে।
আপনারা চোর দুটিকে চিনে রাখুন। এবং এদের থেকে সতর্কিত হন। নিজের পছন্দের বাইক নিরাপত্তা শহীদ সংরক্ষণ করুন। প্রয়োজনে গাড়িতে জিপিআরএস ব্যবহার করুন।