মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি:
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের ভূমি সুরক্ষিত রাখি এর স্লোগান সামনে রেখে
ফরিদপুরের ভাঙ্গায় ভুমি মেলায় ২০২৫ সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়েছে।মঙ্গলবার বিকেল ৪টার দিকে ভুমি অফিস চত্বরে আয়োজিত তিনদিনব্যাপী ভূমি মেলার কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেছেন। তিন দিনব্যাপী ভুমি মেলার ২০২৫ সমাপনী অনুষ্ঠানে শেষ মুহূর্তে কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের বিজয়ীদের মাঝে পুরস্কার উপহার গুলো তুলে দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।এবং সভাপতিত্বে করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেশকাতুল জান্নাত রাবেয়া।
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাঙ্গা থানার ওসি (তদন্ত) ইন্দ্রজিৎ দত্ত, ভাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা সাব রেজিস্টার পারভেজ খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ মাহবুব হোসেন সহ উপজেলা ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী,শিক্ষার্থীরাসহ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ভূমি কর্মকর্তা,সাংবাদিকবৃন্দ প্রমূখ।
Leave a Reply