1. jnsbd24@gmail.com : admin :
ধানের শীষকে বিজয়ী করতে হবে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে -বিগত ১৭ বছর সবচেয়ে বেশী নির্যাতিত হয়েছে বিএনপি : মিফতাহ্ সিদ্দিকী! - দৈনিক বিকাল বার্তা
১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ১০:২০|
শিরোনাম :
বীরগঞ্জে হত্যা চেষ্টার মূল হোতা মনিরুজ্জামান চৌধুরী ধরা ছোঁয়ার বাইরে  এক ফালি আশা বিশ্বম্ভরপুরে প্রশাসনের জব্দকৃত বালু অবৈধভাবে বিক্রয়ের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত দিনাজপুর-৪ আসনের  ইসলামী আন্দোলন দলের প্রার্থী হিসেবে আলহাজ্ব  মাওলানা  মোঃ আনোয়ার হুসাইন নদভীকে চূড়ান্ত ঘোষণা  সর্বোচ্চ সিজিপিএ অর্জনের মাধ্যমে শাবিপ্রবিতে ইতিহাস গড়লেন মাদ্রাসার ছাত্র হাবিবুর রহমান মাসরুর। জকিগঞ্জে কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত। সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অভিমানী দৃষ্টি  পটুয়াখালী জেলায় গলাচিপায় ভি ডব্লিউ বি চাল বিতরণ কালে দূর্নীতির অভিযোগে প্যানেল চেয়ারম্যান সেনাবাহিনীর হাতে আটক।  বছরের শেষে চুড়ান্ত হবে তিস্তা মহাপরিকল্পনা উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

ধানের শীষকে বিজয়ী করতে হবে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ——বিগত ১৭ বছর সবচেয়ে বেশী নির্যাতিত হয়েছে বিএনপি : মিফতাহ্ সিদ্দিকী!

Reporter Name
  • প্রকাশকাল : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

 

বিকাল বার্তা ডেস্ক::

সিলেটের কোম্পানিগঞ্জে শনিবার বিকেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, বিএনপি বিগত ১৭ বছর থেকে বাংলাদেশে সবচেয়ে বেশী নির্যাতিত হয়েছে। বিএনির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ফ্যাসিস্ট রেজিমের ক্যাঙ্গারো কোর্টে বিচারের নামে প্রহসনের শিকার হয়েছেন। একটি পক্ষ সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাঁধাগ্রস্ত করতে সংস্কারের দোহাই দিচ্ছে, অথচ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালেই আনুষ্ঠানিক ভাবে রাষ্ট্রকাঠামোকে মেরামত করার জন্য ৩১ দফা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিলেন। তাই দেশবাসীর কাছে এখন তারেক রহমান জনআকাঙ্খার স্বপ্ন বাস্তবায়নের আলোর দিশারী।

 

কোম্পানীগঞ্জ সদর হাইস্কুল মাঠে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলী আকবর ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বুরহান উদ্দিন খন্দকার ফরহাদের যৌথ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- মহানগর বিএনপির আহবয়ায়ক কমিটির সাবেক যুগ্ম-আহবায়ক সালেহ আহমদ খসরু, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট কামাল আহমদ, সওকত আলী বাবুল ও মামুন রশীদ মামুন, সিলেট সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ বকসী, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, মহানগর বিএনপি নেতা সফিকুর রহমান টুটুল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনির যুগ্ম-আহবায়ক মিফতাহুল কবির মিফতাহ, আব্দুস সামাদ তুহেল, সিলেট জেলা শ্রমিক দলের সদস্য সচিব নুরুল ইসলাম।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিকন্দর আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নরুল মুত্তাকিন বাদশা, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি নেতা আব্দুল মনাফ, নজির আহমদ, আবুল কালাম, আকবর হোসেন, উমর আলী, শুকুর আলী, ডা. নুরুল আমিন, আলাউদ্দিন, মনির হোসেন, শামসুদ্দিন শাহীন, ফখরুল ইসলাম মেম্বার, জুয়েল আহমদ, শিহাব উদ্দিন মেম্বার, ওসমান খা, বিএনপি নেতা রফিকুল বারী রোম্মান, সাকির আহমদ, আবু সাঈদ মো. তায়েফ, এএসএম সায়েম, মারুফ আহমেদ টিপু, আসাদুল হক আসাদ, শাহিন আলী, গোলাম মাহমুদ আজম, আমিনুল ইসলাম বেলাল, উবায়দুর রহমান সজিব, জাকির হোসেন কয়েস, এবি মজুমদার রনি, সোহেল আহমদ, ইফতেখার আহমদ পাবেল প্রমুখ।

 

জনসভায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠন, উপজেলার অন্তর্গত ৬টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে যোগদান করেন।

 

কর্মসূচির শুরুতেই বিগত দিনে ইন্তেকাল করা দলের নেতাকর্মীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
@ চাঁদনী মিডিয়া গ্রুপ ।