মোঃ রিপন শেখ ভাংগা ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় তাবলীগ জামাতে অংশ নিতে এসে
নুরুদ্দিন(১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ব্রীজ থেকে পড়ে এ মর্মান্তিক ভাবে তার মৃত্যু হয়। সে নেত্রকোনা জেলার মোহনগঞ্জের কামাল হোসেনের ছেলে এবং মোহনগঞ্জ আদর্শ বিদ্যালয়ের এসএসসি-২৫ ব্যাজের তিনি শিক্ষার্থী বলে জানা যায়।
মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যার পরে ঢাকা- মাওয়া এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বরে ঘুরতে এসে ইন্টারচেঞ্জ ব্রীজের উপর থেকে পড়ে এ দু্র্ঘটনার শিকার হন।
জানা গেছে, এসএসসি পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে নিয়ে ৪১ দিনের জন্য তাবলীগ জামাতে চিরলায় অংশ নিতে এসে ছয় দিন পর বাড়ি ফেরার পূর্বে বিকেলে বন্ধুদের সঙ্গে ভাঙ্গা গোলচত্বর দেখতে আসেন।
এ সময় ইন্টার সেক্টর ব্রীজের উপর থেকে নিচে পড়ে এর মাথায় গুরুতর আঘাত হন এর পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে তাকে ভতির করে এবং এর অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের ঘটনার নিশ্চিত করে বলেন,নুরুদ্দিন নামের এক যুবক কে মাথায় আঘাত এর গুরুতর অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন বলেন,সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নুরুদ্দিন নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়।
তার পরিবারের কোনো অভিযোগ না থাকায়, লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।