নারায়ন চক্রবর্তী, স্টাফ রিপোর্টার :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রেসক্লাবের বিরুদ্ধে বিভিন্ন মহলের ষড়যন্ত্র ও অপতৎপরতা র বিষয়ে জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরীফ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো আলমগীর মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবেদুর আর শাহীন, যুগ্ম-সাধারণ সম্পাদক নারায়ণ চক্রবর্তী, সহ-সভাপতি ফয়জুল কবির, অর্থ সম্পাদক আখতার হোসেন, সদস্য পারভেজ আলম, রিমন খান, মাহবুব খন্দকার, মোকলেসুর রহমান, চঞ্চল প্রমুখ।
বক্তারা আলোচনায় পেশাগত দায়িত্ব পালনে কোন বাধা বৈরীতা বা বিমাতাসুলভ আচরণের মুখোমুখি হলে নীতি নৈতিকতায় অবস্থান করে উদ্ভুত বিষয়ে ঐক্যবদ্ধ থেকে নিজেদের ভাবমূর্তি সুরক্ষায় সচেষ্ট থাকতে আহবান জানানো হয়।