,,,,,,স্টাফ রিপোর্টার,,,,,
পাবনার ঈশ্বরদীতে প্রসাশনের চোখে আঙ্গুল দিয়ে অনলাইন ক্যাসিনো ও বিভিন্ন রকম জুয়ার প্রবণতা দিন দিন বৃদ্ধি পেয়ে চলেছে। কিশোর থেকে শুরু করে যুবক, বৃদ্ধরাও দিন দিন বিভিন্ন রকম জুয়ার প্রতি আসক্ত হয়ে পড়ছে।এতে করে পারিবারিক কলহ থেকে শুরু করে সামাজিক কলহ তৈরি হচ্ছে।
সম্প্রতি ঈশ্বরদী আলহাজ্ব মোড়ে জুয়া খেলা কে কেন্দ্র করে একে অপরকে ছুরিকাঘাত এর ঘটনা ঘটেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় ঈশ্বরদী পৌরসভা ও উপজেলার ইউনিয়নের অধিকাংশ যুবক অনলাইন ক্যাসিনো ও বিভিন্ন ধরনের জুয়াতে আসক্ত হয়ে পড়ছে। এতে করে তাদের পরিবারে নানা রকম অশান্তির সম্মুখীন হতে হচ্ছে।
নাম প্রকাশ করতে অনিচ্ছুক এক লিচু বাগান মালিক বলেন, গত ঈদের আগে থেকে শুরু করে উপজেলা ছলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামে আমার লিচু বাগানের মধ্যে দলবদ্ধ হয়ে যুবকরা বিভিন্ন রকম জুয়ার খেলায় মেতে উঠেন। আমি সবাই কে আমার লিচু বাগান থেকে বের হয়ে যেতে বললে তারা আমার উপরে চড়াও হয়ে আক্রমণার্থক ব্যবহার করেন, এতে করে আমি কিছু টা ভয় পেয়ে সেখান থেকে চলে আসি। তিনি আরো বলেন শুধু আমার লিচু বাগানেই নয় আশে পাশে আরো বাগানে বিভিন্ন এলাকা থেকে এসে দলবদ্ধ হয়ে সবাই জুয়া খেলাতে মেতে উঠেন।
তিনি প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করে বলেন অতি দূত সম্ভব প্রসাশন বিষয়টি তাদের আমলে নিয়ে বিভিন্ন ধরনের জুয়া খেলার বিরুদ্ধে তাদের অভিযান পরিচালনা করবেন।
ক্যাসিনো তে আসক্ত হওয়া এক যুবকের বাবা বলেন, আমার সন্তান বেশ কিছু দিন যাবত অনলাইন জুয়ার প্রতি আসক্ত হওয়াতে আমার পরিবারে নানা রকম সমস্যা লেগেই আছে, টাকার জন্য প্রতিনিয়ত আমার সাথে ঝামেলা করে আসছে,টাকা না দেওয়াতে আমাকে বিভিন্ন সময় আক্রমণ পর্যন্ত করে থাকে। আমি আমার সন্তান কে আমি কোন ভাবে সঠিক পথে নিয়ে আসতে পারছি না।
সমাজের সচেতন নাগরিকরা বলেন, প্রসাশনের উচিত যারা এই ক্যাসিনো বা বিভিন্ন জুয়ারের সাথে জড়িয়ে আমাদের সমাজ কে ধংস করছে তাদের বিরুদ্ধে দূত সময়ের মধ্যে অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া। এতে করে আমাদের সমাজ টা পুরোপুরি ধংস হওয়ার আগে যুব সমাজ কে সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব হবে, আর যে সকল ব্যাক্তি জুয়ার সাথে জড়িত তাদের কে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করা হোক।