1. jnsbd24@gmail.com : admin :
ঈদের ছুটিতে ঝিনাইদহের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে স্বাস্থ্য সেবা অব্যাহত ১১ জন নবজাতকের  জন্ম। - দৈনিক বিকাল বার্তা
১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| দুপুর ১:৩৮|

ঈদের ছুটিতে ঝিনাইদহের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে স্বাস্থ্য সেবা অব্যাহত ১১ জন নবজাতকের  জন্ম।

Reporter Name
  • প্রকাশকাল : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

 

ক্রাইম রিপোর্টার জসিম হোসেন:

সারা দেশ যখন ঈদ আনন্দে উৎসবে আত্মহারা ঈদুল আযহার ১০ দিনের ছুটি উপেক্ষা করে ঝিনাইদাহের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গর্ভবতী মায়েদের সেবা অব্যাহত রেখেছে। এরই মধ্যে এই কয় দিনে শিশু কল্যান কেন্দ্রে ১১ জন গর্ভবতী মায়ের পরিচর্যার মাধ্যমে সিজার ছাড়াই ১১ টি শিশু

ডেলিভারি হয়েছে।

ঝিনাইদহ জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মোহা: মোজাম্মেল করিম জানান যে ২৪ সাল থেকেই ডেলিভারি কার্যক্রম চলছে তারই তত্ত্বাবধানে এবার ঈদের ছুটিতে মা ও শিশু কল্যান কেন্দ্র, ঝিনাইদহ এ ২৪/৭ নরমাল ডেলিভারি সেবা সহ সকল সেবা কার্যক্রম অব্যাহত ছিল। কেন্দ্রের মেডিকেল অফিসার ( ক্লিনিক) ডা. মাহবুবা আখতার তাবীয়া এবং মেডিকেল অফিসার ( এমসিএইচ- এফপি) ডা. সাদমান ফাহিম এর তত্ত্বাবধানে পরিবার পরিকল্পনা পরিদর্শিকাগণ ১১ জন গর্ভবতী মায়ের নরমাল ডেলিভারি সম্পন্ন করেন।

 

 

এছাড়াও প্রতিদিন গর্ভবতী মায়েদের পরিচর্যা, প্রসব পরবর্তী পরিচর্যা, শিশু সেবা এবং পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হয়েছে। টেলিফোনের মাধ্যমেও স্বাস্থ্য সেবা দেওয়া হয়েছে কয়েকজন গর্ভবতী মাকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
@ চাঁদনী মিডিয়া গ্রুপ ।