মহসিন আলম মুহিন
স্রষ্টার কথা স্মরণ করো, বেশি বেশি তাসবিহ পড়ো,
সালাত শেষে তাসবিহ পড়ো-প্রভুুর গুণগান করো।।
তাসবিহ পড়লে গুনাহ মাফ, ঝরে যাবে বান্দার পাপ,
মন হবে ফুরফুরে, চেহারায় আসবে নুরের ছাপ।।
তাসবিহ পড়ো রবকে ডাকো, আল্লাহকে হৃদয়ে রাখো,
বেশি বেশি তাসবিহ পড়ো, রেজেক বৃদ্ধির পথ ধরো।।
মসিবতে আস্তাগফের! দোয়া ইউনুস! শোকর গুজারে আলহামদুলিল্লাহ,
দরূদ পড়ো নবীর পড়ে জিকির করো আল্লাহু আল্লাহ।।
নামাজ শেষে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার শতবার,
দিবা রাত্রি ‘তাসবিহ পড়ো, আরজি শুনবে পরোয়ার।।
আস-আলুল্লাহুল আজিম রোগের জন্য পড়ো,
কঠিন রোগে, শিফার তরে, শাফিয়াল আমরাদ্ব ধরো।।
সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবহানআল্লাহিল আজিম পড়ো,
হাসবুন আল্লাহু ওয়ানিমাল ওয়াকিল ও হাসবি আল্লাহ জিকির করো।।
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুও আলা কুল্লি শ্যাইয়িন কাদির বেশি বেশি পড়ো,
সময় পেলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরূদ শরীফ পড়ো।।
তাসবিহ, তাহমীদ, তাকবীর, তাহলিল, পড়ো বেশি বেশি-
আল্লাহতায়ালার রহম পাবে সর্বদা, আল্লাহ হবেন খুশি।।
তাসবিহ পাঠে শান্তি পাবে, দূর হবে মনের যত কালো,
দ্বীন-দুনিয়া সহজ হবে, জীবনজুড়ে আসবে সকল ভালো।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯