ভোলা প্রতিবেদক:
জাঁকজমকপূর্ন আয়োজনের মধ্য দিয়ে ভোলায় উদযাপিত হলো কালের কন্ঠ মাল্টিমিডিয়ার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। অদ্য সোমবার (১লা জুলাই) সন্ধ্যায় শহরের কুইন আইল্যান্ড কিচেন রেস্টুরেন্টে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় কালের কন্ঠের প্রিন্টি মিডিয়ার ভোলা জেলা প্রতিনিধি ইকরামুল আলম এর
পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা শুভসংঘের ভোলা জেলা শাখার সভাপতি মোঃ শাফায়াত হোসেন সিয়াম এর সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবু শাহাদাত মোঃ হাচনাইন পারভেজ, ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম (ভিপি), ভোলা মিডিয়া ক্লাবের সভাপতি শিমুল চৌধুরী, ভোলা কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক মেসকাত আহাম্মেদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রতিনিধি পরাণ আহসান,
বক্তারা বলেন, তথ্য নির্ভর ও পাঠকবান্ধব সংবাদ পরিবেশনার মাধ্যমে গত এক বছরে কালের কন্ঠ মাল্টিমিডিয়া পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি মোঃ শরাফাত হোসেন, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন ভোলা জেলা সভাপতি মোঃ হারুন অর রশিদ, দৈনিক আজকের ভোলার স্টাফ রিপোর্টার মোঃ মমিনুল ইসলাম শিবলু, The Economist এর ভোলা জেলা প্রতিনিধি তানজিল হোসেন, বার্তা ২৪-এর জেলা প্রতিনিধি পারভেজ হোসেন বাঁধন’সহ জেলার বিভিন্ন প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন মিলনমেলায় পরিণত হয় ভোলার সংবাদকর্মী ও গণমাধ্যম সংশ্লিষ্টদের উপস্থিতি।