ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গা ইন্টারচেঞ্জ সংলগ্ন এলাকার প্রানী সম্পদ গবেষণা কেন্দ্রের সামনে রোববার বিকেলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে যায়। এসময় হাইভোল্টেজ বৈদ্যুতিক খুঁটি ভেঙে সেখানে বাসটি আটকে যায়। এতে করে অল্পের জন্য বাসটি পানি ভর্তি খাদে পড়া থেকে রক্ষা পায়। দুর্ঘটনায় বাসের ভেতরে থাকা সকল যাত্রী আহত হয় গুরুতর আহত হয় ১০ জন। এদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো, লিয়ন আহমেদ (২৪), সোহাগ (৩৫), আল মামুন (১৯), মিঠুন (২৫)।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামান জানান, পুর্বাশা পরিবহন ঢাকা থেকে যাত্রী বোঝাই করে রাজবাড়ী জেলার উদ্দেশ্যে রওনা দিলে ভাঙ্গা ইন্টারচেঞ্জ পাড় হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়। ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন।