হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার :
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহাব্বত নন্দীপুর পোড়ালি গ্রামের সুমি খাতুন (৩০) ও তার মা’র নিরাপত্তাহীনতায় ভোগায় শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে সুমি খাতুন উল্লেখ করেন যে জমিজমা সংক্রান্ত পূর্ব থেকে বিরোধ চলিতেছে। পূর্ব বিরোধের জেরে অভিযোগে উল্লেখিত বিবাদীগণ (১) জাহিদুল প্রাং(২) সেকেন্দার প্রাং (৩) মিনারুল প্রাং (৪) শহিদুল প্রাং (৫) ধলু প্রাং (৬) খুরশিদা বেগম (৭) মাসুদ হোসেন (৮) আছির উদ্দিন গণ তাদের বসবাড়ি দখলের পায়তারা করে। বিবাদীগণ তাদের বসতবাড়ির সামনে লোহার রড, বাঁশের লাঠি, কাঠের বাটাম, ধারালো অস্ত্রসহযোগে এসে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা করলে অভিযোগকারী সুমি বাঁধা দিতে গেলে বিবাদীগণ অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। গালিগালাজ করতে নিষেধ করায় বিবাদীগণ বাড়ি থেকে উচ্ছেদ করার হুমকি দেয়। এমনকি কেউ এসে বাঁধা দিলে তাদের সহ সুমি খাতুন ও তার মাকে প্রাণনাশের হুমকি দেয়। বিবাদীগণ জনবলের আধিক্যের কারণে যেকোন সময় অসহায় সুমি খাতুন ও তার মাকে হত্যা করতে পারে এমন শঙ্কায় বাদীনী নিরাপত্তাহীনতায় ভুগছে। ইতিপূর্বে বিবাদীগণ বিভিন্নভাবে বাদীনী সুমি খাতুন ও তার মাকে অপমান অপদস্ত করে। তাদেরকে হত্যার উদ্দেশ্যে বিবাদীগণ তার ঘরে আগুন দেয় বলেও অভিযোগ সূত্রে জানা যায়। অসহায় সুমি খাতুন ও তার মা’র কোন কোথাও যাওয়ার উপায় নেই জেনেও বিবাদীগণ সুযোগ পেলেই তাদের সাথে নিষ্ঠুর আচরণ করে। বাদীনী সুমি খাতুন ও তার মা’র জীবনের নিরাপত্তার আশায় শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় উক্ত বিবাদের সুষ্ঠু বিচার হয় এবং তারা নিশ্চিন্তে নিরাপদে নিজেতের আবাসস্থলে বসবাস করতে পারে।