মহসিন আলম মুহিন
জল ছবিতে তোমায় দেখি-
তারার মাঝে তুমি,
মেঘের কোলে কেশ দেখি
চাঁদেও তোমার “ছবি”।।
তোমার গাঁয়ের রং যে দেখি
কাঁচা হলুদ মাঝে,
তোমার কথার শব্দ শুনি
ইলিশে গুঁড়ির কাছে।।
তোমার শাড়ির নক্সী দেখি
রংধনুদের গাঁয়,
তোমার নূপুর ধ্বনি শুনি
নীল পরীদের পায়।।
তোমার প্রেমের বিরহ দেখি
সকল কবিতায়,
তোমার মিলন মালা দেখি
সুরের ব্যঞ্জনায়।।
তোমার কাছে হাজার চাওয়া
আমার শুধু তুমি,
তুমি আছো “পরীর” মতো
আমার শূন্য ভূমি।।
তোমার বাড়ি আমার বাড়ি
মাঝে অনেক দূর,
আমি বাজাই-“মধুর বাঁশি”
তুমি যে তার সুর।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী
জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯