1. jnsbd24@gmail.com : admin :
উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ সম্পন্ন।   - দৈনিক বিকাল বার্তা
১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৩:২৯|

উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ সম্পন্ন।  

Reporter Name
  • প্রকাশকাল : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

 

আব্দুস শহীদ শাকির জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি।

জকিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে (২০২৪-২৫) অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় আমন ধানের উৎপাদন বৃদ্ধি জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান রবিবার (২৯ জুন) জকিগঞ্জ উপজেলা প্রাঙ্গণে দুপুর ১২:৩০ মিনিটের সময় অনুষ্ঠিত হয়।জকিগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ২৩৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ১০ কেজি MOP ও ১০ কেজি DAP সার এবং ৫ কেজি বীজ বিতরণের অনুষ্ঠান উদ্বোধন করা হয়। উপজেলা কৃষ সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুল মুমিন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুমন কান্তি শর্মা,সামাজিক ব্যক্তিত্ব সাংবাদিক মোহাম্মদ কয়েছ আহমেদ, জেড টিভি নিউজের নির্বাহী সম্পাদক সাংবাদিক আব্দুস শহীদ শাকির, কৃষক আবুল কালাম, সাদিক আহমদ ও সুকান্ত পাল বিশ্বাস প্রমুখ।প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, কৃষি সম্প্রসারণের উদ্যোগে আয়োজিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য সার ও বীজ বিতরণ সরকারের কৃষি উন্নয়নের একটি যুগান্তকারী পদক্ষেপ। আমরা আশা করি এ বীজ ও সার বিতরণের মাধ্যমে দেশে কৃষি সম্প্রসারণ আরো বৃদ্ধি পাবে। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মুমিন বলেন, কৃষকদের উন্নয়নের স্বার্থে আমরা সব সময় তাদের পাশে রয়েছি। সময় মত সার ও বীজ বিতরণ করে তাদেরকে সহযোগিতা করছি। কৃষক এগিয়ে গেলে দেশে এগিয়ে যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
@ চাঁদনী মিডিয়া গ্রুপ ।