ভাংগা ফরিদপুর প্রতিনিধি:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গার মহাসড়কের উপর আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন দলটি নেতা কর্মীরা।
(১৬ জুলাই) বুধবার বিকাল সাড়ে ৪টার মহাসড়কে রাস্তা অবরোধ করে এবং এনসিপির ভাঙ্গা উপজেলার আহ্বায়ক আশরাফ শেখ তিনি বলেন,আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অবমুক্ত না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে। জনগণের অধিকার আদায়ের জন্য আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে আছি।
সড়ক অবরোধের কারণে ঢাকা-খুলনা মহাসড়কে দক্ষিণবঙ্গে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এতে রাজধানী ঢাকার সঙ্গে গোপালগঞ্জসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কে আটকে থাকা বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।