1. jnsbd24@gmail.com : admin :
ঈশ্বরদীতে ইজারাকৃত হাটে খাজনা আদায়ে বাধা-চাঁদা দাবির অভিযোগ - দৈনিক বিকাল বার্তা
১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৩:৫৬|

ঈশ্বরদীতে ইজারাকৃত হাটে খাজনা আদায়ে বাধা-চাঁদা দাবির অভিযোগ

Reporter Name
  • প্রকাশকাল : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

 

,,,,,,স্টাফ রিপোর্টার,,,,,, :

পাবনার ঈশ্বরদীতে ইজারাকৃত হাটে খাজনা আদায়ে বাধা প্রদান, ইজারাদারকে ভয়ভীতি ও মারধোরের চেষ্টা এবং চাঁদা দাবির অভিযোগে বিভাগীয় কমিশনার, পাবনা জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ প্রদান করেছে ভুক্তভোগী ইজারাদার।

গত ৩রা মে ২০২৫ইং উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর বিশ্বরোড বিডিসি মোড় হাট নিয়ে এ ঘটনা ঘটে।

রাজশাহী বিভাগীয় কমিশনার কার‌্যালয়ে পঠানো অভিযোগ সূত্রে জানাযায়, বাংলা ১৪৩২ সালের জন্য ডাকা হাটবাজারের দরপত্র অনুযায়ী ১ বছরের জন্য টেন্ডারের মাধ্যমে মোট ৬,৫২,০০০/-(ছয়লক্ষ বায়ান্ন হাজার) টাকা ইজারা পরিশোধের মাধ্যমে উক্ত হাটটির মালিকানা পায় মো: মাহফুজুর রহমান। এরপর নিয়মানুসারে উক্ত হাটের মধ্যে একটি কার‌্যালয় ভাড়া নিয়ে লোকজনসহ সে হাটের খাজনা আদায় করতে গেলে তাকে ও তার লোকজনকে লাঠি সোঠা এবং আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ইজারা সংগ্রহে বাধা প্রদান করেন স্থানীয় সন্ত্রাসীরা।

অভিযুক্তরা হলেন, জয়নগর এলাকার মৃত আব্দুল মজিদ এর ছেলে মো: শরিফুল ইসলাম শরিফ (৩৮), ইউনূস আলী মিস্ত্রির ছেলে নূর মোহাম্মদ রতন (৪০), মৃত নূর মোহাম্মদ এর ছেলে নাফিজ আহম্মেদ আরিফ (৪২), ইউনূস আলী মিস্ত্রির ছেলে ইসরাইল হোসেন (৩৫), শাজাহান আলী রঞ্জুর ছেলে লিমন হোসেন (২৫), মৃত মোসলেম উদ্দিনের ছেলে রবিউল ইসলাম রবি (৪০), ও এনামুল হক মাস্টার (৫০), মৃত আবুল কাশেমের ছেলে খাইরুল বাশার মিঠু (৪০), ইউনূস আলী মৃধার ছেলে জসিম উদ্দিন (৩৮), চাঁদ আলীর ছেলে রুবেল হোসেন (৩৫), মৃত আব্দুর রশিদ এর ছেলে আব্দুল মোমিন (৪৫), আবু তাহের মিস্ত্রীর ছেলে জনি হোসেন (৩৫),মৃত মধু প্রাং এর ছেলে শাজাহান আলী (৩৫), মৃত আব্দুস সাত্তারেএর ছেলে রেন্টু সরকার (৫২),মোশারফ আলী মশার ছেলে সোহেল (৩৫) সহ অজ্ঞাত আরও ৫/৭ জন ।

অভিযোগে আরও উল্লেখ করেন যে, ইজারা প্রদানের পাশাপাশি সরকারী ভ্যাট ৯৭,৮০০/- (সাতানব্বই হাজার আটশত) টাকা এবং আয়কর বাবদ ৬৫,২০০/- (পঁয়ষট্টি হাজার দুইশত) টাকা প্রদান করে সরকারী বিধি মোতাবেক এই হাটের ইজারা পেয়েছি। তবুও সন্ত্রাসী বাহীনি তাদের চাঁদা দাবি করেই চলেছে। তবে যেহেতেু অভিযোগ প্রদান করা হয়েছে সেহেতু প্রশাসন সহ উর্দ্ধতন কর্তৃপক্ষ চাঁদাবাজদের বিরুদ্ধে একটি অ্যাকশান নিবেন বলে মনে করছেন ইজারাদার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
@ চাঁদনী মিডিয়া গ্রুপ ।