1. jnsbd24@gmail.com : admin :
৪২৯ তম স্কাউট ইউনিট লিডার অ্যাডভান্সড কোর্সের উদ্বোধন  - দৈনিক বিকাল বার্তা
১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৭:৩১|

৪২৯ তম স্কাউট ইউনিট লিডার অ্যাডভান্সড কোর্সের উদ্বোধন 

Reporter Name
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

 

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের আয়োজনে ৪২৯ তম স্কাউট ইউনিট লিডার অ্যাডভান্সড কোর্সের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে স্কাউট পতাকা উত্তোলন ও স্কাউট প্রতিজ্ঞা পাঠ করে স্কাউট ইউনিট লিডার অ্যাডভান্সড কোর্সের ৬ দিন ব্যাপী কর্মশালার শুরু হয়। ঢাকা অঞ্চলের আওতাধীন ৪৫ জন বেসিক কোর্স সম্পন্নকারীরা উক্ত কোর্সের প্রশিক্ষণ গ্ৰহন করবেন। মানিকগঞ্জ জেলার সাটুরিয়া আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ৪২৯ তম স্কাউট ইউনিট লিডার অ্যাডভান্সড কোর্সের উদ্বোধন করেন, কোর্স লিডার স্কাউটার মোঃ মফিজুল হক মোল্লা, এলটি কোষাধ্যক্ষ, বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চল।

২৩ তারিখ হতে শুরু হয়ে ২৮ তারিখ পর্যন্ত চলা অ্যাডভান্সড কোর্সের প্রশিক্ষক হিসেবে উপস্থিত রয়েছেন, স্কাউটার এম এম শাহীদুর রহমান, এলটি। স্কাউটার ফরিদ আহম্মেদ, এলটি। স্কাউটার মাহবুবা ইয়াছমিন, এএলটি। স্কাউটার মোহাম্মাদ আব্দুল আউয়াল, এএলটি। স্কাউটার রনজিৎ কুমার রায়, উডব্যাজার। স্কাউটার কিসেলি গমেজ, উডব্যাজার।

স্কাউটার জেসমিন সুলতানা উডব্যাজার। স্কাউটার খন্দকার সিরাজুম মনির, উডব্যাজার।

স্কাউটার মোঃ ইব্রাহমি হাবিব, উডব্যাজার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
@ চাঁদনী মিডিয়া গ্রুপ ।