সিনিয়র স্টাফ রিপোর্টার:
রাজধানীসহ সমগ্র বাংলাদেশে সংবাদপত্র (পত্রিকার) পাঠানোর যোগাযোগ মাধ্যম বাংলাদেশ হকার্স সমবায় সমিতি দৈনিক বাংলা অফিসে সন্ধ্যা ৭টার সময় ভাঙচুর লুটপাটের অভিযোগ ।
রাজধানীর মতিঝিলে স্বেচ্ছাসেবক দলের পরিচয়ে জাহিদের নেতৃত্বে বাংলাদেশ হকার্স সমবায় সমিতির অফিসে তালা কেটে ভাঙচুর লুটপাট অভিযোগ। মতিঝিল থানার ওসি নিরব? হকার্স সমিতির একজন মেম্বার বলেন আমাদের দুইজন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এক প্রশ্নের উত্তরে ওসি বলেন আমরা কোন গ্রেফতার করি নাই।
বাংলাদেশ হকার্স সমবায় সমিতির ভুক্তভোগীরা বলেন আমাদের অফিসের টাকা , সিসি ক্যামেরা ভাঙচুর তালা কেটে লুটপাট করেছে স্বেচ্ছাসেব দলের জাহিদের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন লোক এসে ভাঙচুর শুরু করেন বলে জানাজায় ভাঙচুর লুটপাটকারি একজনকে জনতা শুভ নামে এক জনকে আটক করা হলে আটকারিকে মতিঝিল থানাতে নেওয়া হয় নাই রাত ১২টা পর্যন্ত জানা গেছে।
জনতার হাতে আটক শুভ কিভাবে ভাঙচুর করেছেন তার বক্তব্যে একটি বিবরণ দেন। হকার্স সমিতির ভুক্তভোগীরা রাতেই থানায় উপস্থিত হয়ে ওসিকে মামলা নেওয়ার কথা বলেন ।
সর্বপ্রথম ওসিকে বিষয়টি অবগত করিলে ওসি বলেন আমি কিছুই জানিনা। হকার্স সমিতির ভুক্তভোগীরা বলেন ওসি ভাজা মাছটা উল্টে খাইতে জানে না । ওসি সবকিছু জানেন এখন অস্বীকার করেন । ওসির কথায় বুঝা যায় এর মধ্যে নাটকীয়তা আছে । সর্বশেষ রাত ১২টা পর্যন্ত মতিঝিল থানা পুলিশ কোনো মামলা এন্ট্রি করে নাই বলে জানা গেছে। সর্বশেষ ওসি গণমাধ্যম কর্মীদের কাছে বলেন বলেন “কাচা টাকা”।