1. jnsbd24@gmail.com : admin :
উদয়পুর ইউনিয়ন পরিষদে ভিজিএফ-এর চাল বিতরণে স্বচ্ছতা আনতে ডিজিটাল লটারি পদ্ধতি গ্রহণ - দৈনিক বিকাল বার্তা
১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৭:২২|

উদয়পুর ইউনিয়ন পরিষদে ভিজিএফ-এর চাল বিতরণে স্বচ্ছতা আনতে ডিজিটাল লটারি পদ্ধতি গ্রহণ

Reporter Name
  • প্রকাশকাল : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

 

হারুন অর রশিদ ,স্টাফ রিপোর্টার :

জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন পরিষদ ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির আওতায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল লটারি পদ্ধতি গ্রহণ করেছে। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এই ডিজিটাল লটারির মাধ্যমে সুবিধাভোগী নির্বাচন করা হয়।

দীর্ঘদিন ধরে ভিজিএফ চাল বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ ছিল, যেখানে প্রকৃত দুস্থদের বদলে অযোগ্য ব্যক্তিরা সুবিধা পাচ্ছেন। এই অভিযোগ নিরসনে উদয়পুর ইউনিয়ন পরিষদ এই অভিনব পদক্ষেপ নিয়েছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিসেস কারিমা জানান, সকল ভিজিএফ কার্ডধারীর তালিকা থেকে ডিজিটাল লটারির মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়। তিনি বলেন, “আমরা ভিজিএফ-এর চাল বিতরণে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। ডিজিটাল লটারির মাধ্যমে কার্ডধারী নির্বাচন করায় কোনো প্রকার স্বজনপ্রীতি বা অনিয়মের সুযোগ থাকবে না। এর ফলে, প্রকৃত দুস্থ ও অসহায় মানুষের কাছেই এই সহায়তা পৌঁছাবে বলে আমরা বিশ্বাস করি।”

এই লটারি অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সকলে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এটিকে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। এই পদ্ধতির ফলে ভিজিএফ কর্মসূচির উদ্দেশ্য সফল হবে এবং দরিদ্র মানুষের মাঝে সরকারি সহায়তা ন্যায্যভাবে বন্টন হবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
@ চাঁদনী মিডিয়া গ্রুপ ।