ক্রাইম রিপোর্টার জসিম হোসেন ঝিনাইদহ।
ঝিনাইদহে সেচ্ছাসেবি সংগঠন রাইজিং ইয়ুথ সোসাইটির পক্ষ থেকে ৬হাজার গাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে আজ মঙ্গলবার (১ জুূলাই) বেলা ১২টার দিকে ঝিনাইদহ সদর ও শৈলকূপা উপজেলার দুটিগ্রামের রাস্তার অংশে এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন জেলা কৃষি কর্মকর্তা ষষ্টি চন্দ্র রায়।
সে সময় আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর এ নবী,শৈলকূপা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুজ্জামান,রুপান্তর আশ^াস প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. আল মামুন,ঝিনাইদহের মানবপাচার প্রতিরোধে সক্রিয় কর্মী মেহেদী হাসান সহ অন্যান্যরা।
এ বৃক্ষ রোপন কর্মসূচির নেতৃত্বদেন জেলা সিটিআইপি সদস্য ইমন হাসান।এ সময় রাইজিং ইয়ূথ সোসাইটির সদস্য ও স্থানীয়রা থেকে ফলজ,বনজ ঔষধি গাছ লাগান।
এ বৃক্ষরোপন কর্মসূচির আয়োজনে সামাজিক বনায়নে কৃষি বিভাগের কর্মকান্ডের কথা তুলে ধরেন জেলা কৃষি কর্মকর্তা-
সট-০১ ষষ্টি চন্দ্র রায়
জেলা কৃষি কর্মকর্তা,খামারবাড়ি ঝিনাইদহ।
৬ হাজার বৃক্ষরোপন নিয়ে ভাবনার কথা বলেন রাইজিং ইয়ূথ সোসাইাটর প্রতিষ্ঠাতা-
ভক্সপপ- ০১ মুহিব জোর্য়াদ্দার
আয়োজন নিয়ে কথা বলেন ঝিনাইদহের মানব পাচার প্রতিরোধে সক্রিয়কর্মী ইমন হাসান-
ভক্সপপ-০২
ইমন হাসান,জেলা সিটিআইপি সদস্য ঝিনাইদহ।
বিভিন্ন সময়ে ঝিনাইদহের ভিন্ন ভিন্ন স্থানে এ ৬ হাজার বৃক্ষরোপন করতে চাই রাইজিং ইয়ূথ সোসাইটি।