ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য পদ প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিশ ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি মিজানুর রহমান মোল্লা শতাধিক গাড়ি নিয়ে গণসংযোগ করেছেন।
শনিবার ৫ জুলাই সকালে ভাঙ্গার পুলিয়া বাসভবন থেকে এ গণসংযোগ শুরু করে সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বিভিন্ন এলাকায় যান তিনি।
এ গণসংযোগে মোটরসাইকেল, পিকআপ ও মাইক্রোবাস যোগে সহস্রাধিক কর্মীসমর্থক সহ অংশগ্রহণ করেন। গণসংযোগ নিরাপদ রাখতে রাখা হয়েছিল চিকিৎসক। পাশাপাশি যান্ত্রিক ত্রুটি মোকাবিলায় ছিল মোটরযান মেকানিক।
এ সময় সংগঠনটির ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ, সদরপুর উপজেলা শাখার সভাপতি মুফতি জাকির হুসাইন ফরিদী, সাধারণ সম্পাদক মুফতি সাদেকুর রহমান সিদ্দিকী, চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতি যাকারিয়া, সাধারণ সম্পাদক মুফতি সালাউদ্দীন ছাড়াও অসংখ্য নেতা-কর্মীরা এ গণসংযোগ কার্যক্রমে অংশ নেয়।
এ বিষয়ে আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন- মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত সোনার বাংলাদেশ গড়তে ইসলামী শাসন ব্যবস্থার কোন বিকল্প নেই। বাংলাদেশ খেলাফত মজলিশ সে লক্ষ্যেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ফরিদপুর-৪ আসনে (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) দলের পক্ষ থেকে আমাকে মনোনীত করেছেন আমাদের নেতা আল্লামা মামুনুল হক। আমাদের প্রতিক রিক্সা। আজ আমরা দলের পক্ষ থেকে সদরপুর ও চরভদ্রাসনে গণসংযোগ করেছি। আমরা জনগণের যথেষ্ট সাড়া পাচ্ছি। আমরা সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।