1. jnsbd24@gmail.com : admin :
পাথরঘাটায় অবহিতকরণ কর্মশালা - দৈনিক বিকাল বার্তা
১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৪:২৪|

পাথরঘাটায় অবহিতকরণ কর্মশালা

Reporter Name
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

 

পাথরঘাটা সংবাদদাতা:

বরগুনার পাথরঘাটা উপজেলায় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজ ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে ব্র্যাকের ‘রেইন ফর লাইফ’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ড্যানিশ মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স-এর অর্থায়নে এবং ব্র্যাকের অংশীদারিত্বে এই কর্মশালাটি গতকাল উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের বরগুনা জেলা সমন্বয়ক মারুফ পারভেজ। ব্র্যাক পাথরঘাটা ‘রেইন ফর লাইফ’ প্রকল্পের প্রোজেক্ট অপারেশন ম্যানেজার কৃষিবিদ মো. আসাদুজ্জামান অনুষ্ঠানটি পরিচালনা করেন।

 

কর্মশালায় প্রকল্পের উদ্দেশ্য, কর্মপরিকল্পনা এবং পরবর্তীতে করণীয় বিষয়গুলো উপস্থাপনা করেন মোজাম্মেল হক, প্রোগ্রাম ম্যানেজার, জলবায়ু পরিবর্তন কর্মসুচি, ব্র্যাক। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত হোসেন এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. অরবিন্দ দাসসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

 

সংশ্লিষ্টরা জানান, ‘রেইন ফর লাইফ’ প্রকল্পের আওতায় পাথরঘাটা উপজেলার সাতটি ইউনিয়নে জলবায়ু পরিবর্তন মোকাবেলা, পানি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষি ও খাদ্য নিরাপত্তা জোরদার করা এবং প্রকৃতি-ভিত্তিক সমাধান নিয়ে কাজ করা হবে। বিশেষ করে, পরিবার, কমিউনিটি এবং প্রতিষ্ঠান পর্যায়ে বৃষ্টির পানি সংরণ ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
@ চাঁদনী মিডিয়া গ্রুপ ।