হাফিজ সেলিম আহমদ,স্টাফ রিপোর্টোরঃ
সুনামগঞ্জের ছাতকে তাজপুর কেন্দ্রীয় জামে মসজিদে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭জুন) সকাল ৭ টায় তাজপুর কেন্দ্রীয় জামে মসজিদে জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন হাফিজ মাওলানা সেলিম আহমদ।ঈদ জামাত শুরু হওয়ার অনেক আগে থেকেই নানা প্রান্ত থেকে মুসল্লিরা দলে দলে কেন্দ্রীয় জামে মসজিদে আসতে শুরু করেন। নির্দিষ্ট সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঈদের জামাতের মাঠ। অনেকেই আবার তারাতাড়ি এসে ঈদের জামাতে শরিক হন।ঈদুল আজহার জামাত শেষে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে মজলুম নির্যাতিত মুসলিমদের জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়,মোনাজাত করেন তাজপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতীব হাফিজ মাওলানা সেলিম আহমদ।