বিসমিল্লাহির রাহমানির রাহিম
আলহামদুলিল্লাহ
আল্লাহ মহান
সিরাজগঞ্জের বেলকুচিতে মনোরম পরিবেশে ব্যাচ-৮৭’র, ঈদ পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠিত।
মহসিন আলম মুহিন, বিশেষ প্রতিনিধি
ব্যাচ-৮৭’র ঈদ পুনর্মিলনী,-১০/০৬/২০২৫ ইংরেজি, রোজঃ-মঙ্গলবার-সোহাগপুর সরকারি শ্যাম-কিশোর মডেল উচ্চ বিদ্যালয়-উপজেলাঃ-বেলকুচি-জেলাঃ-সিরাজগঞ্জে ঝাঁকঝমক, আড়ম্বরপূর্ণ-মধ্যাহ্নভোজ এবং বন্ধুদের মিলন মেলা ও স্মৃতিচারণের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়।।
অনুষ্ঠানের আয়োজকগনের এমন সুন্দর আয়োজন করার জন্য আমার ব্যক্তিগত পক্ষথেকে এবং বন্ধুদের সবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জ্ঞাপন করছি।। এই দিন স্মৃতি হয়ে থাক যুগ যুগ ধরে ভুবনে।। উল্লেখ্য, আমি এসএসসি ব্যাচ-১৯৮৫ বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজ। অসুস্থাজনিত কারণে আজকের বন্ধুদের সাথে আমার এইসএসসি ও ডিগ্রী পড়ালেখা।। বন্ধুগন আমাকে ও আমার আরও দু’তিনজন বন্ধুকে মনে করে অনুষ্ঠানে রাখার জন্য আবারও ধন্যবাদ ও শুভকামনা জ্ঞাপন করছি।। আমার এসএসসি পরীক্ষার কেন্দ্র ছিল শত বছরের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান সোহাগপুর সরকারি শ্যাম-কিশোর মডেল উচ্চ বিদ্যালয়।। এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে আছে আমার শিক্ষাজীবনের মধুময় স্মৃতি।।
উপস্থাপক ও আয়োজক প্রিয়বন্ধু জনাব মনোয়ার চৌধুরী বাবুর সঞ্চালনায় আমি মহসিন আলম মুহিন সহ পরিবারের উপস্থিত বন্ধুগণ সকলেই স্ব স্ব স্মৃতিচারণ বিদ্যাপীঠে ঘটে যাওয়া অতীতের বিভিন্ন ঘটনা, বিভিন্ন প্রস্তাবনা, স্বল্পপরিসরে খুব সুন্দর করে বন্ধুদের এবং আগত অতিথিদের মাঝে আগামী পরিকল্পনা উপস্থাপন করেন।। ইম্পেরিয়াল কোচিং সেন্টার ও স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি বন্ধু মোঃ আব্দুল জলিল তালুকদার সুন্দর বক্তব্য ও একটা প্রস্তাবনা পেশ করেন।। সে সকল বন্ধুবান্ধবগন আমাদের মাঝ থেকে চিরতরে বিদায় নিয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা ও জীবিতদের আগামী দিনগুলোতে সব ভালো দান করুন মহান আল্লাহ রাব্বুল আলামিন- বাদ জোহর নামাজ আদায় পূর্বক এই আশায় দোয়া ও মোনাজাত করা হয়।। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সোহাগপুর সরকারি শ্যাম-কিশোর মডেল উচ্চ বিদ্যালয় মসজিদের ইমাম সাহেব।। অনুষ্ঠানে সকল বন্ধুগন এমন অনুষ্ঠান যেন বছর বছর অনুষ্ঠিত হয় এবং পাশাপাশি একটা আর্থিক ফান্ড সৃষ্টি হয় এবং সেখান থেকে দুস্থ বন্ধুদের বিভিন্নভাবে সহায়তা প্রদান করা যায় এ ব্যপারে দিকনির্দেশনা মুলক আলোচনার সাথে সাথে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শতবর্ষী প্রবীণ শিক্ষক স্কুলের অবসরপ্রাপ্ত গেম টিচার জনাব মুজাফফর হক মাস্টার সাহেব। আরও উপস্থিত ছিলেন উক্ত স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম রেজা স্যার।। স্যার উক্ত স্কুল এবং শিক্ষা সম্পর্কে সুন্দর সুন্দর বক্তব্য প্রদান করেন এবং এলাকার জনসাধারণের ভূয়সী প্রশংসা করেন যা উপস্থিত বন্ধুদেরকে স্কুল আঙ্গিনায় বার বার আসতে উৎসাহ যোগাবে।। আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সিনিয়র লিডার বন্ধু আলহাজ্ব মোঃ আলতাব হোসেন, মুকুন্দগাতী বণিক সমিতির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আলী ভুইয়া, বেলকুচি কলেজের সাবেক জিএস সোহেল রানা লিটন সহ অনেক বন্ধু। যাদের নাম মনে আছে-বন্ধু মনোয়ার চৌধুরী বাবু, বন্ধু মোঃ মাসুম, বন্ধু মোঃ আব্দুল আজিজ, বন্ধু মোঃ আবুসামা, বন্ধু মোঃ মনোয়ার হোসেন সাবেক সাংস্কৃতিক সম্পাদক বেলকুচি কলেজ ছাত্র সংসদ, বন্ধু শ্রী মহাদেব শাহা, বন্ধু মোঃ গোলাম মোস্তফা জুয়েল, বন্ধু আনোয়ার হোসেন, বন্ধু মোঃ সুলতান মাহমুদ বিএনপি লিডার বেলকুচি, বন্ধু মোঃ মিন্টু সরকার, বন্ধু মোঃ সেলিম সাংবাদিক, বন্ধু মোঃ সেলিম রেজা, বন্ধু মোঃ সবুজ, বন্ধু মোঃ রেজাউল করিম, বন্ধু মোঃ জিয়া, বন্ধু মোঃ মিজান, বন্ধু মোঃ আব্দুল হান্নান মাস্টার, বন্ধু হাজী মোঃ রুবন, বন্ধু হাজী মোঃ ফজলুল হক ফজল, বন্ধু মোঃ শামসুল হক, বন্ধু মোঃ জামাল উদ্দিন, বন্ধু মোঃ শোয়েব আলী খান, বন্ধু শ্রী বিপ্লব কুমার শাহা, বন্ধু শ্রী লিটন শাহা সহ আরও অনেক অনেক বন্ধু।।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।। জয় হোক বন্ধুদের জয় হোক মানব ও মানবতার।। আল্লাহ সব ভালো দান করুন সবাইকে আগামী দিনগুলোতে।।