মোঃ সজিব ইসলাম, স্টাফ রিপোর্টার:
রাজবাড়ীর কালুখালীর চন্দনা নদী থেকে ইজিবাইক চাল ক আসলাম প্রামাণিক (৪৫) নামক একজনের মরদেহ উদ্ধার করেছে কালুখালী থানা পুলিশ। আজ বুধবার (১১জুন) সকাল আটটার দিকে কালুখালী উপজেলার চাঁদপুর ব্রিজ সংলগ্ন চন্দনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানান কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান।
নিহত আসলাম প্রামাণিক (৪৫) রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের মৃত পিয়ার আলী প্রামাণিকের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক চালক।
স্থানীয়রা জানায়,বুধবার সকালে কালুখালী উপজেলার চাঁদপুর ব্রিজ সংলগ্ন চন্দনা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ কে খবর দেয়।পরে কালুখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।নিহত আসলাম প্রামাণিকের ভাই শাজাহান প্রামাণিক জানায়, গতকাল,(১০ জুন) মঙ্গলবার সকালে নয়টার দিকে অটো নিয়ে বাড়ি থেকে বের হয়। সন্ধা হয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় আমরা দুশ্চিন্তায় পরে যাই ও সন্ধা থেকে আমরা তাকে খোঁজাখুজি শুরু করি। রাতভর খোজাখুজি করেও তার কোনো সন্ধান পায়নি। আজ সকালে খবর পাই আমার ভাইয়ের লাশ কালুখালী উপজেলার চাঁদপুর ব্রিজ সংলগ্ন চন্দনা নদীতে ভাসছে।খবর পেয়ে আমরা ছুটে আসি।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহেদুর রহমান বলেন , আজ সকালে আমরা খবর পেয়ে চাঁদপুর ব্রিজ সংলগ্ন চন্দনা নদী থেকে ইজিবাইক চালক আসলাম প্রামাণিক নামে একজনের মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাই করে তাকে হত্যা করা হতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারন জানা যাবে বলে তিনি জানান।