ইমরান সরকার:- বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বুধবার (১১ মে ২০২৫) বিকাল ৩টায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে পলাশবাড়ী মডেল মসজিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমীর ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক এবং পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাকোয়াত হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও সাদুল্লাপুর-পলাশবাড়ী আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী গণ মানুষের নেতা অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। তিনি বলেন, “বর্তমান সংকটময় সময়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং ইসলামি মূল্যবোধে পরিচালিত রাষ্ট্রব্যবস্থা গঠনে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীর বিজয়ের মাধ্যমে সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব।”
বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামি ছাত্র শিবিরের সেক্রেটারি মোজাহিদ ফয়সাল বলেন, “তরুণ প্রজন্মকে ইসলামি আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ করে দেশের কল্যাণে সম্পৃক্ত করতে হবে। দল-মত নির্বিশেষে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে নির্বাচনে বিজয় সম্ভব।”
গাইবান্ধা জেলা শিবিরের সভাপতি ফেরদৌস রুম্মান বলেন, “জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে জামায়াতের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। সংগঠিত প্রচেষ্টার মাধ্যমেই জামায়াত মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করা সম্ভব।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন:
সাদুল্লাপুর উপজেলা জামায়াতের আমীর এরশাদুল্লাহ ইমন পলাশবাড়ী উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল মজিদ আকন্দ পেশাজীবী পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন সরকার
শিক্ষক ফেডারেশনের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তালেব মাস্টার
শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সভাপতি খাইরুল ইসলাম চান উপজেলা যুব জামায়াতের সভাপতি শামিম হাসান প্রধান
পৌর জামায়াতের আমীর মাওলানা ইয়াহিয়া সরকার প্রমুখ।
অনুষ্ঠানে দলীয় নবীন-প্রবীন নেতাকর্মী উপস্থিত ছিলেন।