1. jnsbd24@gmail.com : admin :
এতো কষ্ট জীবন নষ্ট - দৈনিক বিকাল বার্তা
১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ১০:১৮|
শিরোনাম :
বীরগঞ্জে হত্যা চেষ্টার মূল হোতা মনিরুজ্জামান চৌধুরী ধরা ছোঁয়ার বাইরে  এক ফালি আশা বিশ্বম্ভরপুরে প্রশাসনের জব্দকৃত বালু অবৈধভাবে বিক্রয়ের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত দিনাজপুর-৪ আসনের  ইসলামী আন্দোলন দলের প্রার্থী হিসেবে আলহাজ্ব  মাওলানা  মোঃ আনোয়ার হুসাইন নদভীকে চূড়ান্ত ঘোষণা  সর্বোচ্চ সিজিপিএ অর্জনের মাধ্যমে শাবিপ্রবিতে ইতিহাস গড়লেন মাদ্রাসার ছাত্র হাবিবুর রহমান মাসরুর। জকিগঞ্জে কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত। সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অভিমানী দৃষ্টি  পটুয়াখালী জেলায় গলাচিপায় ভি ডব্লিউ বি চাল বিতরণ কালে দূর্নীতির অভিযোগে প্যানেল চেয়ারম্যান সেনাবাহিনীর হাতে আটক।  বছরের শেষে চুড়ান্ত হবে তিস্তা মহাপরিকল্পনা উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

এতো কষ্ট জীবন নষ্ট

Reporter Name
  • প্রকাশকাল : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

 

মহসিন আলম মুহিন

 

এতো কষ্ট জীবন নষ্ট হায় হায় কেমনে বুঝাই কারে-

বলতে গেলে কষ্ট যেন দ্বিগুণ হয়ে নিজের ঘাড়েই পড়ে।।

এতো অনিয়ম, এতো জ্বালা যন্ত্রণা আর যে সহ্য হয় না-

উপায় নাই নিরুপায় হয়ে বাঁচা কিছুই যে করা যায় না।।

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো ‘আজ তুমি!

সকল দেশের চেয়ে ফাঁপরবাজে ভরা এখন আমার দেশ, আমার ‘জন্মভূমি।।

নাই নাই, খাই খাই, অশান্তি অনিয়ম আজ নিত্যদিনের কড়চা-

ভালো কোন আশা নাই, ভালো বলার ভাষা নাই, যতই করো দেশের লাগি তুমি ‘খরচা।।

বিদ্যুৎ নাই, নষ্ট হলেও দ্রুত নাই মেরামতকারী জনবল- নাইরে হেথা নাই-

মাস গেলে তবুও আসবে ভুতুড়ে বিল যতই করো কাই কাই।।

একটাই যে দোকান আরতো নেই দোকানী দ্বিতীয়, তৃতীয়-

তাইতো আসবে লোডশেডিংয়েও বিলের অংকটা বেশী অপ্রিয়।।

হঠাৎ যদি নষ্ট হয় ঝড় তুফানে-লাইন কিংবা সরঞ্জাম-

দ্রুত তা হয় না সাড়া-অমানবিক, বড়ই নিষ্ঠুর এই কাজ কাম।।

ঘন্টার পর ঘন্টা চলে বিদ্যুৎ বিহীন মিনিট সেকেন্ড দিনরাত-

শিশু সহ বয়স্ক ব্যক্তিরা সকলেই হয় পড়ে কুপোকাত।।

ফোন করলে কর্তৃপক্ষ কখনও কখনও একটুখানি নড়েচড়ে-

আবার কখনও কখনও বেখেয়ালি হাম ভরা ভাব ধরে।।

সব নাগরিক সমান সমান ভাবে না আর শাসকদল,

কাউকে ভাবে হীরার টুকরো আবার কাউকে ভাবে কচুরিপানার ‘দল।।

এতো কেবল বিদ্যুৎতের রোজনামচা একটু আলোচনা-

সকল ক্ষেত্রেই অবিচার-অনিয়ম, ভালো দুই একটা খাত-যা হাতে গোনা।।

দ্রব্যমুল্যের উর্ধ্বগতি, শিক্ষার মান, জনতার মানসম্মান; সবখানেতে মানের টানাটানি-

নেতাদের আছে ফাঁকাবুলি, আজগুবী কাম, মানি আর না মানি।।

রাস্তাঘাট ভরা খানাখন্দে, চিকিৎসাসেবা ভণ্ডুল, যানবাহনে ভয়-ভীতি-

রাজ্যের যারা আগাগোড়া তাদের একটাই সাধ, একটাই পাড়ে কাম-যাকে বলে দূর্নীতি।।

বস্ত্রশিল্প, তাঁতশিল্প ধ্বংসের পথে আমদানি-রপ্তানি, লেনদেন বেশ মন্দা,

উৎপাদনের কাঁচামালের অস্বাভাবিক দাম-কেড়ে নেয় তাই তন্দ্রা।।

কর্মে ভেজাল, খাদ্যে ভেজাল, চিন্তায় ভেজাল, ভেজালে ভরা দেশ-

তাইতো আজ আমজনতার কপাল পোড়া-কষ্টের নাইকো শেষ।।

 

# মহসিন আলম মুহিন

খামার গ্রাম কলেজ পাড়া

থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
@ চাঁদনী মিডিয়া গ্রুপ ।