মহসিন আলম মুহিন
মনটা সকাল থেকে খুবই খারাপ,
নেই আগের সেই রুদ্র’ প্রতাপ।।
শক্ত সামর্থ্য দেহখানি আজ অচল,
কণ্ঠে নম্রতা সব কিছু তার বিকল।।
খানা খাবার নেই কোন চাহিদা,
কথা বলে না বেশী বেশী সর্বদা।।
পান খাবেন সেখানে আছে নিষেধ,
আজ প্রথম শুনি নেই তাতে ‘খেদ।।
চোখে দেখে না হঠাৎ কোন জিনিস,
কান্না আসছে হৃদয় জুড়ে নালিশ।।
এই অবস্থা কেন আজ অস্ত বেলায়,
তার এত কষ্ট যে ‘হৃদে রক্ত ঝরায়।।
ওহে মহান প্রভু কর তুমি মার্জনা,
ভাল প্রদান করো দাতা রাব্বানা।।
প্রভু সব দুঃখের তুমিই করো সমাধা-
দাও ফিরিয়ে চোখের জ্যোতির স্বল্পতা।।
নিজ থেকে যেন পারে চলতে ফিরতে,
দুটি নয়নে সদাই পায় যেন দেখতে।।
করো মার্জনা যত পাপ অতীতের,
হে আল্লাহ লাগব করো-সব কষ্টের।।
পৃথিবীর সব ”বাবাকে” এহসান করো প্রভু-
সব ভালো দান করো কষ্ট দিওনা কভু।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী
জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯