সৈয়দ মোফাজ্জল আলী :ওসমানীনগর প্রতিনিধি।
সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, জননেতা এম ইলিয়াস আলীর একান্ত সহকারি, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রী কলেজ গভর্ণিং বডির সভাপতি কলেজ ছাত্রদলের নব গঠিত কমিটির সাথে মতবিনিময়অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে মো. ময়নুল হক বলেছেন: বর্তমান প্রজন্মই আগামীর ভবিষ্যৎ। আমাদের ছাত্র-ছাত্রীদেরকে কেবল পাঠ্যবইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ রাখা যাবে না। তাদেরকে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ শিখিয়ে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ করে গড়ে তুলতে হবে।পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল চর্চার মাধ্যমে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে ওঠার সুযোগ করে দিতে হবে। কারণ সুস্থ শরীরে সুস্থ মনের বিকাশ ঘটে। তিনি আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা বর্তমানে চরম দুরবস্থার মধ্যে রয়েছে। পতিত স্বৈরাচারী সরকার দেশের শিক্ষাখাতকে পরিকল্পিতভাবে ধ্বংস করে গেছে। শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা সৃষ্টি করা হয়েছে। শিক্ষক সমাজ আজ নানাভাবে অবহেলিত। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। ভঙ্গুর এ শিক্ষা ব্যবস্থাকে জনগণের ঐক্য ও সচেতনতার মাধ্যমে পুনর্গঠন করতে হবে।
তিনি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ জিয়া, গণতন্ত্রের জননী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের নেতৃত্বেই এ দেশ একদিন শিক্ষিত, স্বনির্ভর ও উন্নত রাষ্ট্রে পরিণত হবে। আমাদের শিক্ষার্থীরা হবে সেই অভিযাত্রার অগ্রসৈনিক। এ জন্য প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, মুক্তচিন্তার পরিবেশ ও একটি গণতান্ত্রিক সমাজব্যবস্থা।
বক্তব্যের একপর্যায়ে জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ময়নুল হক কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা যারা
শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে আছি, আমাদের
উচিত সকল প্রকার প্রভাবমুক্ত থেকে শিক্ষার্থীদের
মঙ্গলের কথা চিন্তা করে কাজ করা।শিক্ষা প্রতিষ্ঠানকে জ্ঞানচর্চা ও মূল্যবোধ গঠনের কেন্দ্রস্থল হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেন তিনি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের একসময়ের মেধাবী তরুণ, আধুনিক সিলেটের স্বপ্নদ্রষ্টা- বালাগঞ্জ, বিশ্বনাথ ওসমানীনগরের সাবেক সফল
সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলীকে জনতার মাঝে ফিরিয়ে দিতে উদ্যোগী হতে বর্তমান সরকারকে আহ্বান জানান সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক।কলেজ ছাত্রদলের সভাপতি মনোয়ার খানের সভাপতিত্বে ও আশিকুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজ কমিটির বিদ্যুৎসাহী সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান,কলেজ কমিটির সদস্য প্রভাষক আব্দুল মুমিন পারভেজ, রামপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুজ্জামান খান, রাশাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ইসলাম উদ্দিন, রামপাশা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হেলাল আহমদ, উপজেলা ছাত্রদল নেতা সালেহ আহমদ, কলেজ ছাত্রদলের সহ সভাপতি মোজাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক নাহিদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু হেনা মো. ফাহিম,
সহ সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, প্রচার সম্পাদক তারেক আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সায়েম উদ্দিন, সদস্য ওলিউর রহমান, জাকারিয়া আলম, মুরাদ আহমদ, ইমরান আহমদ, রুমান আহমদ, সাইফুর রহমান, সালমান আহমদ, সাইদ আলী প্রমুখ। শেষে কলেজ ছাত্রদলের পক্ষ থেকে অতিথিবৃন্দকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।
Leave a Reply