নিজস্ব প্রতিবেদক:: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলেম ওলামাদের বিরুদ্ধে লেখালেখি করে ধমীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে এক কানাডা প্রবাসী যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সিলেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, বিবাদী একজন বেনামাজী, উগ্রবাদ, ধর্মদ্রোহী, দেশদ্রোহী বাংলাদেশী বংশদূত কানাডা প্রবাসী সুনামগঞ্জ জেলার জগ্ননাথপুর উপজেলার বেতাউকা গ্রামের ইদ্রিছ মিয়ার পুত্র এ,টি,এম শিশু মিয়া (৩৮) দেশে বিদেশে ধর্মীয় আলেম ওলামা সম্পর্কে অশালীন মন্তব্য করে ধর্মীয় উগ্রবাদ মানহানীকর মিথ্যাতথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহ্নত লিংক https:/www.Facebook.com/thaher.miah এর মাধ্যমে গত ২০ এপ্রিল ২০২৫ ইং সকাল ৮.৪৯ ঘটিকা থেকে ০৫ মে ২০২৫ইং তারিখ পর্যন্ত ভিন্ন ভিন্ন সময়ে প্রচার করে ধর্মপ্রাণ মুসল্লীদের ধমীয় অনুভূতিতে আঘাত করছেন। ফলে মুসল্লীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে, যে কোন সময় আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটতে পারে। তাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ধমীয় দাঙ্গা হাঙ্গামা থেকে রক্ষা করতে সুনামগঞ্জ জেলার জগ্ননাথপুর উপজেলার সৈয়দপুর একেকাম লক্ষী গ্রামের সৈয়দ আব্দুর নূর এর পুত্র সৈয়দ ছলিম আহমদ (৪৭) বাদী হয়ে ১৯/০৫/২০২৫ইং সোমবার সিলেট আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯/৩১ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৯৪/২০২৫ইং। বাদীর বতমান ঠিকানা সিলেট জেলার কোতোয়ালী থানাধীন রায়নগর দর্জিপাড়া।
মামলার বাদী আরো উল্লেখ করেন বিবাদী ইসলামী বক্তা তাহেরী হুজুর ও মাওলানা আমীর হামজাকে নিয়ে বিরুপ মানহানীকর ও ধর্মীয় অবমাননাকর মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন। শুধু তাইনা বার্ষিক ওয়াজ মাহফিল নিয়ে ফেসবুকে মানহানিকর মিথ্যা তথ্য দিয়ে ইসলাম ধর্মের বিভিন্ন বিষয়ে অবাস্তব কাল্পনিক গল্প লিখে ইসলাম ধর্মের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। তাহার এই অপপ্রচার ইসলাম ধর্মের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও চক্রান্ত। তাহার ইসলাম বিরোধী ফেসবুক পোষ্টে সাধারণ মানুষ বাজে মতব্য করছে ফলে যে কোন সময় আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে। তাই নিরাপত্তার স্বার্থে বাদী বদালতের আশ্রয় নিয়েছেন।
Leave a Reply