হারুন অর রশিদ স্টাফ রিপোর্টার:
জয়পুরহাট, ২৭ মে ২০২৫ – “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে আজ ভূমি মেলা (২০২৫) বিষয়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।
কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান। তাঁর বক্তব্যে তিনি প্রত্যেক জমির মালিককে সময় মতো ভূমি উন্নয়ন কর পরিশোধ করার গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সময় মতো খাজনা পরিশোধ না করলে তা ভবিষ্যতে নিজেদের কাঁধে বোঝা হয়ে দাঁড়াতে পারে। কর পরিশোধের সুপরামর্শ দিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কালাই উপজেলা শাখা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, জয়পুরহাট জেলা বিএনপির অন্যতম সদস্য আনিসুর রহমান তালুকদার এবং কালাই উপজেলা শাখা জামায়াতের আমির মাওলানা মনসুর রহমান।
এছাড়াও সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পাঁচটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভার সভাপতি, সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply