হারুন অর রশীদ স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য পত্নী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বে সরকার গঠনের লক্ষ্য জুলুম, নির্যাতনের শিকার বিএনপি নেতাকর্মীদের প্রাথমিক সদস্য পদ নবায়ন ও জাতীয়তাবাদের আদর্শ ধারণ করার আগ্রহীদের মাঝে নতুন সদস্য অন্তর্ভুক্তির কার্যক্রম উদ্বোধন হয়েছে। উক্ত প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তির কার্যক্রম উদ্বোধন করেন বিএনপি কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।
জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সদস্য ও কালাই উপজেলা বিএনপির সদস্য, উদয়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের নমিনি মামুনুর রশিদের সভাপতিত্বে উক্ত সদস্য নবায়ন ও নতুন সদস্য অর্ন্তভুক্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক সহ-সভাপতি আনিছুর রহমান তালুকদার, জেলা আইনজীবী ফোরামের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা জর্জকোর্টের এপিপি এ্যাড. হারুনুর রশিদ, জেলা আইনজীবী সমিতির লাইব্রেরী সম্পাদক ও এপিপি এ্যাড. রুহুল আমিন ফারুক, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও উপজেলা বিএনপির সদস্য আব্দুস সবুর, জেলা বিএনপির সাবেক সদস্য মোজাফফর রহমান, জেলা যুবদলের সাবেক সম্পাদক এফতাদুল হক, আহমেদাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মাত্রাই ইউনিয়ন বিএনপি নেতা দুলাল হোসেন ও জাফরুল ইসলাম রুবেল।
২৭ মার্চ ২০২৫ ইং মঙ্গলবার বিকাল ৩:০০ ঘটিকায় মোসলেমগঞ্জ হাট বিএনপির কার্যালয়ে উক্ত সদস্য নবায়ন ও নতুন সদস্য অর্ন্তভুক্তি অনুষ্ঠানে বক্তারা আগামী দিনের সুসংগঠিত বিএনপিকে দেখতে চান বলে উল্লেখ করেন। যারা বিএনপিকে সমর্থন করার কারণে অতীতে জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করেছেন, মামলা হামলার শিকার হয়েছেন, জেল খেটেছেন তাদেরকে বিএনপির বিশেষ সুবিধা প্রদান করা হবে বলে উল্লেখ করেন। আগামী নির্বাচনে জয়লাভ করার জন্য দলীয় দ্বন্ধ, কোন্দল ভুলে সবাইকে এক হয়ে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে তবেই বিএনপি সরকার গঠণ করতে পারবে বলে উল্লেখ করা হয়।
নতুন সদস্য অর্ন্তভুক্তির খবর শুনে উদয়পুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দলে দলে এসে প্রাথমিক সদস্য ফরম সংগ্রহ করে।
Leave a Reply