1. jnsbd24@gmail.com : admin :
সোহাগ হত্যায় বিএনপি ভাইস চেয়ারম্যানের শোক ও নিন্দা, দ্রুত সুষ্ঠু বিচার চাই - দৈনিক বিকাল বার্তা
১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১০:৫৭|
শিরোনাম :
গোবিন্দগঞ্জের জামায়াতের বিক্ষোভ মিছিল,,,  আমারে কাঁদায় গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে এনসিপির শক্ত অবস্থান পাথরঘাটার কাকচিড়ায় এনসিপির বিক্ষোভ সমাবেশ যুক্তরাজ্যের লন্ডনে আল্লামা দুবাগী ছাহেব কিবলাহ (রহ.) এর ৫ম বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন শিবগঞ্জে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে এএসআই হাফিজ আহত লোকসান ভাঙ্গায় ভূমি সেবা অনলাইনের সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপর হামলার প্রতিবাদে ভাঙ্গার সড়ক অবরোধ বিশ্বম্ভরপুরে নামাজরত অবস্থায় ভাইয়ের হাতে ভাই খুন আসামি গ্রেফতার বিশ্বম্ভরপুরে প্রশাসনের জব্দকৃত বালু অবৈধভাবে বিক্রয়ের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সোহাগ হত্যায় বিএনপি ভাইস চেয়ারম্যানের শোক ও নিন্দা, দ্রুত সুষ্ঠু বিচার চাই

Reporter Name
  • প্রকাশকাল : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

 

কে এম বেলাল 

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা:

পুরান ঢাকার ব্যবসায়ী এবং বরগুনার পাথরঘাটা উপজেলার কৃতি সন্তান লালচাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে পাথর দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম মনি।

 

রবিবার (১৩ জুলাই) বিকেলে তিনি সরেজমিনে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নে গিয়ে নিহত সোহাগের পরিবারের প্রতি সমবেদনা জানান। পরে কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক জনসভায় অংশ নেন তিনি।

 

জনসভায় কান্নাজড়িত কণ্ঠে সোহাগের স্ত্রী লাকি আক্তার বলেন, আমার স্বামীকে দিনের আলোয় নির্মমভাবে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। আমার সন্তানদের ভবিষ্যতের দিকে তাকিয়ে বলছি, কেউ যেন আর এমন নিষ্ঠুর কাজ করতে না পারে।

 

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা নূরুল ইসলাম মনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি এই শোকাহত পরিবারের পাশে থাকতে এসেছি। সোহাগ শুধু দলের একজন কর্মীই ছিলেন না, তিনি ছিলেন এক সংগ্রামী, সাহসী ও নিবেদিতপ্রাণ তরুণ। তাঁর এই নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

 

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি করে কোনো লাভ হবে না। আমরা দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার চাই। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এটাই আমাদের দাবি।

 

জনসভায় স্থানীয় বিএনপি নেতাকর্মী ছাড়াও এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। পুরো অনুষ্ঠানটি এক শোকাবহ পরিবেশে পরিণত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
@ চাঁদনী মিডিয়া গ্রুপ ।