1. jnsbd24@gmail.com : admin :
সোহাগ হত্যায় বিএনপি ভাইস চেয়ারম্যানের শোক ও নিন্দা, দ্রুত সুষ্ঠু বিচার চাই - দৈনিক বিকাল বার্তা
১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ১০:২৫|
শিরোনাম :
বীরগঞ্জে হত্যা চেষ্টার মূল হোতা মনিরুজ্জামান চৌধুরী ধরা ছোঁয়ার বাইরে  এক ফালি আশা বিশ্বম্ভরপুরে প্রশাসনের জব্দকৃত বালু অবৈধভাবে বিক্রয়ের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত দিনাজপুর-৪ আসনের  ইসলামী আন্দোলন দলের প্রার্থী হিসেবে আলহাজ্ব  মাওলানা  মোঃ আনোয়ার হুসাইন নদভীকে চূড়ান্ত ঘোষণা  সর্বোচ্চ সিজিপিএ অর্জনের মাধ্যমে শাবিপ্রবিতে ইতিহাস গড়লেন মাদ্রাসার ছাত্র হাবিবুর রহমান মাসরুর। জকিগঞ্জে কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত। সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অভিমানী দৃষ্টি  পটুয়াখালী জেলায় গলাচিপায় ভি ডব্লিউ বি চাল বিতরণ কালে দূর্নীতির অভিযোগে প্যানেল চেয়ারম্যান সেনাবাহিনীর হাতে আটক।  বছরের শেষে চুড়ান্ত হবে তিস্তা মহাপরিকল্পনা উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

সোহাগ হত্যায় বিএনপি ভাইস চেয়ারম্যানের শোক ও নিন্দা, দ্রুত সুষ্ঠু বিচার চাই

Reporter Name
  • প্রকাশকাল : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

 

কে এম বেলাল 

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা:

পুরান ঢাকার ব্যবসায়ী এবং বরগুনার পাথরঘাটা উপজেলার কৃতি সন্তান লালচাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে পাথর দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম মনি।

 

রবিবার (১৩ জুলাই) বিকেলে তিনি সরেজমিনে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নে গিয়ে নিহত সোহাগের পরিবারের প্রতি সমবেদনা জানান। পরে কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক জনসভায় অংশ নেন তিনি।

 

জনসভায় কান্নাজড়িত কণ্ঠে সোহাগের স্ত্রী লাকি আক্তার বলেন, আমার স্বামীকে দিনের আলোয় নির্মমভাবে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। আমার সন্তানদের ভবিষ্যতের দিকে তাকিয়ে বলছি, কেউ যেন আর এমন নিষ্ঠুর কাজ করতে না পারে।

 

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা নূরুল ইসলাম মনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি এই শোকাহত পরিবারের পাশে থাকতে এসেছি। সোহাগ শুধু দলের একজন কর্মীই ছিলেন না, তিনি ছিলেন এক সংগ্রামী, সাহসী ও নিবেদিতপ্রাণ তরুণ। তাঁর এই নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

 

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি করে কোনো লাভ হবে না। আমরা দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার চাই। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এটাই আমাদের দাবি।

 

জনসভায় স্থানীয় বিএনপি নেতাকর্মী ছাড়াও এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। পুরো অনুষ্ঠানটি এক শোকাবহ পরিবেশে পরিণত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
@ চাঁদনী মিডিয়া গ্রুপ ।