কে এম বেলাল
পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা:
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা-এর পাথরঘাটা শাখার উদ্যোগে র্যালি, আলোচনা সভা এবং দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে এডিস মশা প্রতিরোধক সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ( ১৫ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে মশারি, মশার কয়েল, এডিশ এন্টি ক্রিমসহ এডিস মশা প্রতিরোধে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। মোট ৬০০ পরিবারের মাঝে এসব উপকরণ পৌঁছে দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন আশা বরগুনা অঞ্চলের সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ শফিকুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক (আরএম) মোঃ মজিবুর রহমান, ব্রাঞ্চ ম্যানেজার বাবু জীবন কৃষ্ণ, সহকারী ব্যবস্থাপক লোকমান হোসেন এবং পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অমল তালুকদার।
সচেতনতামূলক র্যালি শেষে আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। বিশেষ করে বাড়ির আশপাশে জমে থাকা পানি এডিস মশার প্রজননের প্রধান উৎস। তাই পরিত্যক্ত ফুলের টব, টিনের ক্যান, প্লাস্টিকের বোতলসহ যেকোনো পাত্রে যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
আশার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ শফিকুর রহমান বলেন, আশা প্রতিষ্ঠার শুরু থেকেই দেশের দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে। শুধু আর্থিক সহায়তা নয়, সামাজিক সচেতনতা সৃষ্টিতেও আমরা অগ্রণী ভূমিকা রাখছি। আপনাকে সচেতন হতে হবে এবং আপনার আশপাশের মানুষদেরও সচেতন করতে হবে।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং ডেঙ্গু প্রতিরোধে আশার ভূমিকা আরও জোরালো হবে।