কে এম বেলাল, পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা:
পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা,
বরগুনার পাথরঘাটা উপজেলার কে.এম. মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠসংলগ্ন পরিত্যক্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয় তলা থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৩ জুলাই) দুপুর ২টার পর পাথরঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এখনো তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পুলিশ ধারণা করছে, যুবকটির বয়স আনুমানিক ২৫ বছর।
পাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পাপরি রানী জানান, দুপুরের খাবারের বিরতির সময় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থী পুরাতন ভবনের দ্বিতীয় তলায় সিঁড়ির ওপর পড়ে থাকা মরদেহটি দেখতে পায়। এরপর তারা বিষয়টি শিক্ষক ও থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, মরদেহটি পাথরঘাটা কে.এম. পাইলট উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবন, যা একসময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হিসেবে ব্যবহৃত হতো, সেই ভবনের দ্বিতীয় তলা থেকে উদ্ধার করা হয়েছে। নতুন ভবনে আদালত স্থানান্তরের পর পুরাতন ভবনটি এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
তিনি আরও জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত ওই যুবকের পরিচয় শনাক্তের জন্য তদন্ত চলছে।