1. jnsbd24@gmail.com : admin :
গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে এনসিপির শক্ত অবস্থান পাথরঘাটার কাকচিড়ায় এনসিপির বিক্ষোভ সমাবেশ - দৈনিক বিকাল বার্তা
১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| ভোর ৫:২০|

গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে এনসিপির শক্ত অবস্থান পাথরঘাটার কাকচিড়ায় এনসিপির বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

 

কে এম বেলাল 

পাথরঘাটা (বরগুনার) সংবাদদাতা 

গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় গণঅধিকার পার্টি (এনসিপি)। বুধবার (১৬ জুলাই) রাত ৮টায় বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাজারে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

প্রতিবাদ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এনসিপি পাথরঘাটা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী আব্দুল কাইয়ুম খান সোহাগ, যুগ্ম সমন্বয়কারী এম আই বুলবুল সোহেল মল্লিক, যুগ্ম সমন্বয়কারী মাহমুদুল হাসান, সানাউল্লাহ, ইমরান, আল আমিনসহ কাকচিড়ার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের সংগঠকবৃন্দ।

 

বক্তারা বলেন, গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রায় বিনা উস্কানিতে হামলা চালানো হয়েছে। এতে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বেশ কয়েকজন কর্মী আহত হন। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। তারা বলেন, এ ধরনের হামলা গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ এবং সরকারবিরোধী কণ্ঠ রোধের এক অপচেষ্টা।

 

এনসিপি নেতৃবৃন্দ দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেন এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। বক্তারা আরও জানান, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের পক্ষে এনসিপির সংগ্রাম চলমান থাকবে।

 

পথচারী ও বাজারের সাধারণ মানুষও বিক্ষোভে অংশগ্রহণ করেন এবং হামলার ঘটনার নিন্দা জানান।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
@ চাঁদনী মিডিয়া গ্রুপ ।