1. jnsbd24@gmail.com : admin :
লোভ - দৈনিক বিকাল বার্তা
১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৩:৩৬|

লোভ

Reporter Name
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

 

মহসিন আলম মুহিন

 

দুনিয়ার লোভ, অর্থের লোভ, ক্ষমতার লোভ,

নারীর লোভ, গাড়ির লোভ, বাড়ির লোভ, লোভ ছাড়া আর ভাবতে পারে না মানুষ কেন ভালো কিছু,

করতে পারে না লোভহীন কাজ বিবেক কেনো নিচুঁ।।

 

তোমার কাছে চাই না কিছু দিও শুধু ভালবাসা,

তুমি আমার জীবন মরণ তুমি আমার আশা! প্রেম ভালবাসায় লুটোপুটি খায় ভাবটা ধরে অন্তপ্রাণ,

একটু খানি কম বেশি হলে মারে এসিড নেয় যে জান! আসলে ভালবাসা নহে-ডাহা মিথ্যা-“লোভ”।।

 

ব্যবসা বাণিজ্য হালাল জিনিস রুজির ভালো পথ, হেথায় এখন ভেজাল করে কিছু কিছু অসৎ,

মজুদদার আর ফটকাবাজে নানা ধান্দা ধরে, হালাল হারামের ধার ধারেনা মানি কেমন করে! এ যে ব্যবসা নহে, নহে ভালো সাজ! এ হলো অন্যায়-“লোভী”-কাজ।।

 

নীতির কথা, ভালো কথা কে আর কাকে কয়, এগুলো কেমন যেন আর আগের মতো নয়, মানুষের জন্য মানুষ হয়ে করতে হবে কাজ তা না হলে বাড়বে কষ্ট নষ্ট হবে সমাজ! সবাই যদি দরদী হয় ভাবে সবার তরে, তা নইলে সবারই মন দুঃখে যাবে ভরে, বাড়বে শুধু ক্ষোভ

এ নহে ভালো কর্ম হেথায় পাবে “লোভ”।।

 

খেলা-ধুলা মনের খোরাক শরীর রাখে ভালো, সেইখানেতেও জুয়া চলে খুশীর মাঝে কালো,

ধর্ম শিক্ষার কোথাও কোথাও অধর্ম দেয় উঁকি,

ভালোর জায়গা খারাপ হয় বাড়ে তথায় ঝুঁকি!

চলে হেথায় শোক-এ কেমন “লোভ”।।

 

সব কিছু তো যায় না বলা কতই আসে মনে-

মেলে না হিসাব নিকাশ মেলে না আর গুণে!

কেমন যেন অবাক লাগে চারিপাশের কাজে,

ছাড়ের জায়গা কমে গেছে, সবখানে সুদ কষে!

স্বার্থ ছাড়া কেমন যেন করতে চায় না কাজ,

কেন এমন হয়-এ যে “লোভ”-লোভী মনের প্রকাশ।।

 

# মহসিন আলম মুহিন

খামার গ্রাম কলেজ পাড়া

থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
@ চাঁদনী মিডিয়া গ্রুপ ।