1. jnsbd24@gmail.com : admin :
কমলনগরে বাজার সংলগ্ন অবৈধ দখল উচ্ছেদ ও খাল খনন শুরুতে উচ্ছ্বাসিত এলাকাবাসী! - দৈনিক বিকাল বার্তা
১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৭:৩০|

কমলনগরে বাজার সংলগ্ন অবৈধ দখল উচ্ছেদ ও খাল খনন শুরুতে উচ্ছ্বাসিত এলাকাবাসী!

Reporter Name
  • প্রকাশকাল : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ ফয়সাল উদ্দিন, স্টাফ রিপোর্টার (লক্ষীপুর)

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার প্রাণকেন্দ্র হাজিরহাট বাজার সংলগ্ন খাল খনন এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের পথ অবরুদ্ধ থাকায় প্রতি বর্ষায় বিস্তীর্ণ এলাকা পানিবন্দী হয়ে পড়ে। ফলে কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হয়। স্থানীয়দের মতে, এই খাল পুনঃখনন করা হলে বহু গ্রাম মুক্তি পাবে জলাবদ্ধতা থেকে।

 

স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা জানান, অতীতে এই খাল ছিল এলাকার প্রধান পানি নিষ্কাশনের মাধ্যম। কিন্তু দীর্ঘদিন ধরে খালটি অবৈধ দখল ও পলি জমে সরু হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই হাজিরহাট বাজার, চরলরেন্স, চরফলকনসহ আশপাশের গ্রামগুলো জলমগ্ন হয়ে পড়ে। এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বাজার ও পানিবন্দি হয়ে যায়।

 

হাজিরহাট বাজার ব্যবসায়ী সমিতির সদস্য মোঃ শরিফুল ইসলাম জানান, “বাজার এলাকায় সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে। এতে দোকানপাটে পানি ঢুকে যায় এবং ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েন। খালটি খনন করা হলে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে।

 

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাহাত উজ জামান বলেন, “অবৈধ দখল ও খাল খননের জন্য ইতোমধ্যে প্রস্তাবনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদন হয়েছে ও অবৈধ দখল উচ্ছেদ কাজ চলমান দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন সম্পূর্ণ করা হবে ।

 

উল্লেখ্য, হাজিরহাট বাজার সংলগ্ন এই খালটি শুধু পানি নিষ্কাশনের পথই নয়, বরং পুরো উপজেলার পরিবেশ, স্বাস্থ্য এবং অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সংশ্লিষ্ট মহলের দ্রুত উদ্যোগ এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তির পথ প্রশস্ত করবে—এটাই প্রত্যাশা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
@ চাঁদনী মিডিয়া গ্রুপ ।