1. jnsbd24@gmail.com : admin :
কাউনিয়ায় চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে বিএনপি। - দৈনিক বিকাল বার্তা
১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ২:৫৩|
শিরোনাম :
বীরগঞ্জে হত্যা চেষ্টার মূল হোতা মনিরুজ্জামান চৌধুরী ধরা ছোঁয়ার বাইরে  এক ফালি আশা বিশ্বম্ভরপুরে প্রশাসনের জব্দকৃত বালু অবৈধভাবে বিক্রয়ের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত দিনাজপুর-৪ আসনের  ইসলামী আন্দোলন দলের প্রার্থী হিসেবে আলহাজ্ব  মাওলানা  মোঃ আনোয়ার হুসাইন নদভীকে চূড়ান্ত ঘোষণা  সর্বোচ্চ সিজিপিএ অর্জনের মাধ্যমে শাবিপ্রবিতে ইতিহাস গড়লেন মাদ্রাসার ছাত্র হাবিবুর রহমান মাসরুর। জকিগঞ্জে কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত। সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অভিমানী দৃষ্টি  পটুয়াখালী জেলায় গলাচিপায় ভি ডব্লিউ বি চাল বিতরণ কালে দূর্নীতির অভিযোগে প্যানেল চেয়ারম্যান সেনাবাহিনীর হাতে আটক।  বছরের শেষে চুড়ান্ত হবে তিস্তা মহাপরিকল্পনা উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

কাউনিয়ায় চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে বিএনপি।

Reporter Name
  • প্রকাশকাল : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

 

মন্জুরুল আহসান শামীম

স্টাফ রিপোর্টারঃ কাউনিয়ায় চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মাদক ব্যবসা এবং অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে যারা জড়িত সবাইকে চূড়ান্তভাবে সতর্ক করেছেন কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা।

 

তিনি স্পষ্টভাবে জানিয়েছেন—”যারা বিএনপি ও অঙ্গসংগঠনের নাম ব্যবহার করে এসব অনৈতিক ও অবৈধ কর্মকাণ্ডে জড়িত, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। কেউ যদি এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত থাকে, তাকে দল থেকে বহিষ্কার করা হবে।”তিনি আরও বলেন, “দলীয় শৃঙ্খলা রক্ষা ও আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠার স্বার্থে এ বিষয়ে কোনো আপস নয়। সৎ, জনকল্যাণমূলক এবং গণমুখী রাজনীতিই বিএনপির আদর্শ।”

 

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি বলেন, কাউনিয়া উপজেলায় এরকম কোন চাঁদাবাজি, টেন্ডারবাজি জমি দখলের এমন কোন অভিযোগ নেই, যদি কারো বিরুদ্ধে এ রকম অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায় তাদের বিরুদ্ধে দলীয় ও আইনি কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের দল থেকে বহিষ্কারের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান জানান ‘কারো নিজস্ব অপরাধের দায় দল নেবে না। আর যারা অপরাধ করে তারা অপরাধী। সে কোন দলের, তা মূল বিষয় নয় তাদের কে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

 

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ও রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলসহ নানা অনিয়মের অভিযোগ ওঠেছে। যেকোনো বিশৃঙ্খলারোধে কঠোর অবস্থানে বিএনপির হাইকমান্ড।

 

যেখানেই যার বিরুদ্ধে বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ উঠেছে, যাচাই সাপেক্ষেই তাদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

তবুও থামছে না একশ্রেণির অসাধু নেতাকর্মীর এসব কাজ। তাদের অন্যায়-অপকর্মের গ্লানি টানতে হচ্ছে দলের নীতিনির্ধারকদের। স্থানীয়ভাবে এসব নেতাকর্মীর অপকর্মে বিব্রত দলটির শীর্ষ নেতারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
@ চাঁদনী মিডিয়া গ্রুপ ।