ক্রাইম রিপোর্টার জসিম হোসেন ঝিনাইদহ ।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বরোবাজার ইউনিয়নের মাসলিয়া গ্রামে ভৈরব নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছে এক তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়দের বরাতে জানা গেছে, সোমবার বিকেলে একদল শিশু নদীতে গোসল করতে যায়। ব্রিজের উপর থেকে তারা একে একে নদীতে ঝাঁপ দেয়। সবারই নদী থেকে ওঠে আসা সম্ভব হলেও একটি শিশু আর ভেসে ওঠেনি।
দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও শিশুটিকে না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটির কোনো খোঁজ মেলেনি।
নিখোঁজ শিশুটির পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয়রা শিশুটির সুস্থভাবে ফিরে আসার জন্য প্রার্থনা করছেন।