ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
ভাঙ্গায় রনি মিয়া (৩৫) নামের এক আখের রস বিক্রেতার ঝুলন্ত মরদেহ তার নিজ ঘর থেকে উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।রোববার(১৩ জুলাই) সকাল ১০টার দিকে ভাঙ্গা থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। সে ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের কোষাভাঙ্গা গ্রামের আবদুল খালেকের পুত্র।
নিহত রনির স্ত্রী ইমা আক্তার জানান, রনির সাথে তার ১০ বছর আগে বিবাহ হয়।বিবাহের পর থেকে স্বামীকে নিয়ে বাবার দেওয়া বাড়িতেই তারা একত্রে বসবাস করে আসছিলেন। তাদের ঘরে তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে। ইমা আক্তার বর্তমানে সন্তানসম্ভবা। ঘটনার রাতে উভয়ই একত্রে বসে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে ঘরের আড়ার সাথে স্বামী রনির লাশ ঝুলতে দেখে ইমা আক্তার। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।তবে মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। তবে এলাকাবাসীর বক্তব্য, আখের রস বিক্রি করে ভালোভাবে সংসার চলছিল না তার। হয়তো এ কারণে আত্মহত্যা করে থাকতে পারে।
ভাঙ্গা থানার উপ পরিদর্শক হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান, মৃতদেহটি উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।