1. jnsbd24@gmail.com : admin :
ভাঙ্গায় সড়কে ৫ জন নিহতের ঘটনায়; অভিযুক্ত চালক আটক - দৈনিক বিকাল বার্তা
১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১০:২৬|
শিরোনাম :
গোবিন্দগঞ্জের জামায়াতের বিক্ষোভ মিছিল,,,  আমারে কাঁদায় গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে এনসিপির শক্ত অবস্থান পাথরঘাটার কাকচিড়ায় এনসিপির বিক্ষোভ সমাবেশ যুক্তরাজ্যের লন্ডনে আল্লামা দুবাগী ছাহেব কিবলাহ (রহ.) এর ৫ম বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন শিবগঞ্জে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে এএসআই হাফিজ আহত লোকসান ভাঙ্গায় ভূমি সেবা অনলাইনের সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপর হামলার প্রতিবাদে ভাঙ্গার সড়ক অবরোধ বিশ্বম্ভরপুরে নামাজরত অবস্থায় ভাইয়ের হাতে ভাই খুন আসামি গ্রেফতার বিশ্বম্ভরপুরে প্রশাসনের জব্দকৃত বালু অবৈধভাবে বিক্রয়ের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ভাঙ্গায় সড়কে ৫ জন নিহতের ঘটনায়; অভিযুক্ত চালক আটক

Reporter Name
  • প্রকাশকাল : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

 

(ভাঙ্গা) ফরিদপুর প্রতিনিধি:

ঢাকা-বরিশাল মহাসড়কের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে ৫ জন নিহতের ঘটনায় মোড়ল এক্সপ্রেস পরিবহনের চালক কে আটক করেছে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ।

 

আটককৃত হলেন, ঝালুকাঠি জেলার নলছিটি উপজেলার ডুবলি গ্রামের মৃত নুর মোহাম্মাদ মিয়ার পুত্র রবিউল মিয়া (২৫)।

 

রবিবার (২২ জুন) এক প্রেস বিজ্ঞপ্তীতে এই তথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রোকিবুজ্জামান।

 

পুলিশ সূত্রে জানাযায়, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ফরিদপুর ঢাকা বরিশাল মহাসড়কের বাবলাতলা বাসস্ট্যান্ড নামক স্থান এলাকায় মোড়ল পরিবহন বাস ও মাহিন্দ্রার সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন নিহত হন। পরবর্তীতে হাইওয়ের পুলিশ ঐ মোড়ল পরিবহন বাস কে শনাক্ত করতে সক্ষম হয়। এর পর থেকে বাস চালক গা ঢাকা দেয়। পরবর্তীতে ভাঙ্গা হাইওয়ে পুলিশ নিজস্ব সোর্স এর মাধ্যমে মোড়ল পরিবহনের ঐ বাস চালক মো. রবিউল মিয়া (২৫) কে শনাক্ত করতে সক্ষম হয়। এবং তার নানা বাড়ি ঝালুকাঠি জেলার নলছিটি থেকে গতকাল রাত অনুমান ১১ টার সময় অভিযান চালিয়ে আটক করে পুলিশ।

উল্লেখ্য এই মর্মান্তিকসড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন সহ মোট ৫ নিহত হন।

 

এই বিষয়ের ভাঙ্গা হাইওয়ের থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মাদ রোকিবুজ্জামান বলেন, গত ৪ জনু ঢাকা বরিশাল মহাসড়কের বাবলাতলা নামক স্থানে মোড়ল এক্সপ্রেস এর সাথে মাহিন্দ্রার সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন ও হাসপাতালে ১ জন নিহত হন। এই ঘটনায় ১ জন অভিযুক্ত আসামী রবিউল ইসলাম কে সোর্স, তথ্য ও প্রযুক্তির মাধ্যমে ঝালুককঠির নলছিটি তার নানা বাড়ি থেকে তাকে আটক করতে সক্ষম হই। আজ ফরিদপুরের বিজ্ঞ আদালতের সোপর্দ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
@ চাঁদনী মিডিয়া গ্রুপ ।