1. jnsbd24@gmail.com : admin :
দেশী ফল বেশী খাই আসুন ফলের গাছ লাগাই "সাতক্ষীরায় জাতীয় ফল মেলা ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত - দৈনিক বিকাল বার্তা
১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১:২৪|

দেশী ফল বেশী খাই আসুন ফলের গাছ লাগাই “সাতক্ষীরায় জাতীয় ফল মেলা ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশকাল : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

 

এস এম রনি , সাতক্ষীরা : দেশী ফল বেশী খাই আসুন ফলের গাছ লাগাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় ফল মেলা ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) বিকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ।

ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন হর্টিকালচার সেন্টার সাতক্ষীরার উপপরিচালক কৃষিবিদ মো. আমজাদ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সহকারি উপপরিচালক কৃষিবিদ জামাল উদ্দিন, পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার সাইন্টিফিক অফিসার মিলন কবির ও সাইন্টিফিক অফিসার মশিউর রহমান প্রমুখ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান-পূর্বে অতিথিবৃন্দ ফল মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সাতক্ষীরা আহছানিয়া মিশন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী, পৌর ও সদর উপজেলার মানুষের মাঝে কাটিমন আমের চারা বিতরণ করা হয়। এসময় উপ-সহকারী কৃষি অফিসার ও কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি অফিসার প্লাবনী সরকার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
@ চাঁদনী মিডিয়া গ্রুপ ।