1. jnsbd24@gmail.com : admin :
খুনসহ ১৬ মামলার আসামী বালুখেকো আলফু বাহিনির নেতৃত্বে কোম্পানীগঞ্জে কোটি কোটি টাকার বালু হরিলুট  - দৈনিক বিকাল বার্তা
২৭শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১২ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ৪:৩৭|
শিরোনাম :
টেপাখড়িবাড়ি ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত।  জৈন্তাপুরে দরবস্ত–কানাইঘাট সড়ক সংস্কারের দাবিতে জনসমাবেশ ধামইরহাটে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গলাচিপায় ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামী দলের বিক্ষোভ মিছিল ভাঙ্গায় দুটি ইসলামিক সংগঠনের বিক্ষোভ মিছিল পলাশবাড়ীতে ৫ দফা দাবী আদায়ে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল। খুলনা জেলার স্টাডি ট্যুরে আগমন জনাব টিএম মোশারফ হোসেন পুলিশ সুপার খুলনা মহোদয়। সংবাদ প্রকাশ করার পর লন্ডনে ভোক্তভোগীকে মেরে ফেলার হুমকি।  পিতার দেওয়া সম্পত্তি জবর-দখলের চেষ্টা ভুক্তভোগী পরিবারের মহাস্থান প্রেসক্লাবে সংবাদ সম্মেলন। ভাঙ্গা-ফরিদপুর সড়কে বাস খাদে পড়ে শিশুসহ ১৫ জন আহত

খুনসহ ১৬ মামলার আসামী বালুখেকো আলফু বাহিনির নেতৃত্বে কোম্পানীগঞ্জে কোটি কোটি টাকার বালু হরিলুট 

Reporter Name
  • প্রকাশকাল : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক:: কোম্পানীগঞ্জে বালু খেকো চক্র ,ডালার পার ও নতুন জীবন পুর রাস্তার সংলগ্ন ,বাংলাদেশ সরকারের খাস খতিয়ানভুক্ত বন বিভাগ এবং মৎস্য সম্পদ অধিদপ্তরের জায়গা থেকে পরিবেশ ধ্বংসকারী অবৈধ ড্রেজার মেশিন দিয়ে ভালো উত্তোলন করে হাতে নিয়েছে লক্ষ লক্ষ টাকা ⁠,,তাদের হাত থেকে রেহাই পাইনি সাধারণ কৃষকদের ফসিলি জমি। বালু খেকোদের ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে নারাজ।

 

এলাকার মানুষের সাথে কথা বলে জানা যায়। অবৈধভাবে ও বেআইনী ভাবে সরকারের খাস খতিয়ানের প্রায় ২৫০ একর জমি দখল করে আওয়ামী দোসর আবু বক্কর সিদ্দিক ,সহ সভাপতি উপজেলা আওয়ামীলিগ, তার ভাই, রুপা মিয়া প্রায় ৩৫০ একর সরকারি খাস জায়গা জোরপূর্বক দখল করে রেখেছে , বর্তমানে এসব জায়গা থেকে কোটি কোটি টাকার বালু বিক্রি করতেছে। কিন্তু প্রশাসন সরকারের সম্পদ ধ্বংসকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেনা। এই বালু খেকোচক্রের নেতৃত্ব দিতেছে, উপজেলা যুবলীগের ক্যাডার ডেবিল তোফাজ্জল হোসেন , একাধিক ডাকাতি মামলার আসামি দোসর আওয়ামী লীগ কর্মী কলাবাড়ীর বিল্লাল, ডেবিল আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমের ছোট ভাই মোহাম্মদ আলী জিন্না তার ছোট ভাই শওকত আলী ,তার ভাই আক্কাস আলী ⁠ ,আওয়ামীলীগ কর্মী জজ মিয়া যুবলীগ কর্মী বাবুল মিয়া ,যুবলীগ কর্মী জাহাঙ্গীর মিয়া ,যুবলীগ কর্মী শেরে বাংলা, ⁠আওয়ামী দোসর আব্দুল অদুদ আলফু চেয়ারম্যান, তার ভাই আকুদ্দুস,আলী বস ,আলী হোসেন সহ আরো ২০-৩০জন অবৈধভাবে বালু খাওয়ার নেতৃত্বে রয়েছে। অবিলম্বে তাদেরকে অবৈধ বালু খেকোদের আইনের আওতায় আনতে এবং বেআইনিভাবে বালু

উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিলেটের নবাগত জেলা প্রশাসক সারওয়ার আলম এর কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

 

এব্যপারে বালুখেকো মোহাম্মদ আলী জিন্নাহ’র মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন রিসিভ না করায় তাহার বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
@ চাঁদনী মিডিয়া গ্রুপ ।
error: Content is protected !!