মোহাম্মদ আব্দুল্লাহ জৈন্তাপুর উপজেলা প্রতিনিধিঃ-
সিলেটের জৈন্তাপুরের দরবস্ত – কানাইঘাট পর্যন্ত প্রায় ৪৩ কিলোমিটার এ আঞ্চলিক সড়কটি দীর্ঘ এক দশক ধরে সংস্কার না হওয়ায় স্থানীয়দের ভোগান্তি চরমে পৌঁছেছে। সড়কজুড়ে অসংখ্য গর্ত ও খানাখন্দ থাকায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং দুর্ঘটনার ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে। সড়কটি সংস্কারের দাবিতে সামাজিক সংগঠন জাগো জৈন্তা ঐক্য পরিষদের উদ্যোগে শুক্রবার (২৬ সে সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ ঘটিকায় দরবস্ত বাজার মঞ্চে একটি বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত জনসমাবেশ, জাগো জৈন্তা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মতিনের পরিচালনায় ও সভাপতি মাওলানা আব্দুল মালিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জাগো জৈন্তা ঐক্য পরিষদের উপদেষ্টা ও সিলেট -৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শরীফ উদ্দিন খাঁ।
এসময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবী ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ফাহাদ আহমেদ, জাগো জৈন্তা ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা কমর উদ্দিন, সহ-সভাপতি মাওলানা বিলাল আহমেদ, সাধারণ সম্পাদক মাওলানা রজব আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল্লাহ, সাংবাদিক রাসেল মাহফুজ , যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সামছুদ্দিন আল মিজান, প্রচার সম্পাদক মাওলানা ইছহাক আহমেদ (সুহাগ), সহ-প্রচার সম্পাদক মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা কাওসার আহমেদ, মাওলানা ফাহাদ সিদ্দিকী, কোষাধ্যক্ষ আজাদুর রহমান আজাদসহ এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্যে বক্তারা বলেন, দরবস্ত – কানাইঘাট সড়কে ধুলাবালি ও বেহাল দশার কারণে শিক্ষার্থী, শ্রমজীবী, ব্যবসায়ী, গর্ভবতী নারী এবং অসুস্থ রোগীরা নানাভাবে কষ্ট পাচ্ছেন। সন্ধ্যার পর যানবাহনের চাপ বাড়লেও গর্তে ভরা সড়কে দুর্ঘটনার শঙ্কা সবসময় লেগে থাকে। গত বছর সড়কের কিছু অংশে সামান্য মেরামত করা হলেও তা ছিল পর্যাপ্ত নয়। টেন্ডার প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় মূল সংস্কার কাজ শুরু হয়নি। বর্তমানে সড়কে বড় বড় গর্ত ও ভাংগার কারণে সড়ক দিয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এজন্য অনতিবিলম্বে সড়কটি সংস্কারের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে জোর দাবির আহ্বান জানান । অন্যথায় তারা সড়ক অবরোধ, স্মারকলিপি প্রদানসহ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন।