মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পৃথকভাবে দুটি ইসলামিক সংগঠন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।
শুক্রবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গা উপজেলা শাখা ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। ঈদগাহ মাদ্রাসার সামনে থেকে শুরু হয়ে মিছিলটি উপজেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে ঈদের মাঠে সমাবেশে মিলিত হয়। এতে বক্তৃতা করেন ফরিদপুর-৪ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা ছরোয়ার হোসেন, পৌর আমির ডা. এনায়েত হোসেন ও লিটু খন্দকার প্রমুখ। বক্তারা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, গুম-খুন-নির্যাতন ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচার জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান।
অন্যদিকে একই দিন ভাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে র্যালি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনটির ফরিদপুর-৪ আসনে মনোনীত প্রার্থী আলহাজ মাওলানা আ. হান্নান মাতুব্বর, উপজেলা সভাপতি মো. আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক ডা. আসাদুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।