মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বাস ভাবুকদিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে শিশুসহ কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তবে বড় ধরনের প্রাণহানি ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রাপথে বাসচালকের সঙ্গে যাত্রীদের বাকবিতণ্ডা হয়। যাত্রীরা অভিযোগ করেন, চালক তাদের সঙ্গে খারাপ ব্যবহার করছিলেন। এ অবস্থায় ক্ষুব্ধ যাত্রীরা চালককে হুমকি দিয়ে বলেন, “ভাঙ্গা বাসস্ট্যান্ডে এলে তোকে মারবো।” এতে চালক উত্তেজিত হয়ে পড়েন এবং কিছুক্ষণ পর গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর যাত্রীদের উদ্ধার করা হলেও চালককে আর পাওয়া যায়নি। তিনি দুর্ঘটনার পর পালিয়ে গেছেন নাকি অন্য কোনোভাবে নিখোঁজ হয়েছেন—তা নিশ্চিত করতে পারেনি স্থানীয়রা।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি জানান, ভবুকদিয়ায় একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। চালকের সন্ধানে পুলিশি অভিযান চলছে।