মাসুদ রানা মাসুম, রুমা, বান্দরবান।
বান্দরবানের রুমা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রুমা উপজেলা সভাপতি জনাব খলিলুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে খলিলুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছে। জনগণের যাতায়াত, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আমরা পরামর্শ দিয়ে থাকি। আমাদের লক্ষ্য হচ্ছে সন্ত্রাসমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা।
এবং বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর গুলোর দুর্নীতি মুক্ত করা।
তিনি অভিযোগ করে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে জামায়াত-শিবিরের কর্মীদের ‘রাজাকারপুত্র’ কিংবা ‘পাকিস্তানপ্রেমী’ বলে অপবাদ দেওয়া হচ্ছে। অথচ আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা দেশ ও জাতির কল্যাণের সর্বদা নিজেদের প্রস্তুত রেখেছি।
বক্তারা বলেন, বাংলাদেশ জামাত ইসলামীর শিক্ষা ও আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে আমরা সততা, সু-শাসন, দুর্নীতি প্রতিরোধ ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। জনগণের আস্থা অর্জনের জন্য রাজনৈতিক বিভাজন নয়, বরং সেবামূলক কার্যক্রমই হবে আমাদের পথ।
উক্ত সভায় উপস্থিত ছিলেন,সহসভাপতি জসীমউদ্দীন সাধারণ সম্পাদক মীর ইলিয়াস
সাংগঠনিক সম্পাদক ছগির আহমদ বাবুল,বায়তুলমাল সম্পাদক দিদারুল ইসলাম,
এসিস্ট্যান্ট সেক্রেটারি গিয়াস উদ্দিন শাওন, সহ বায়তুলমাল সম্পাদক মহিউদ্দিন মহিম সমাজকল্যাণ সম্পাদক মাওলানা ইউনুস, প্রচার সম্পাদক ইমরান উদ্দিন। সভা শেষে নেতৃবৃন্দ পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি রক্ষা, প্রান্তিক জনগণের উন্নয়ন এবং সমাজকে দুর্নীতিমুক্ত করার জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।