সৈয়দ মোফাজ্জল আলী।
তৃণমূলে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে দলের ত্যাগী ও ক্লিন ইমেজের নেতাদের হাতে যুবদলের নেতৃত্ব তুলে দিতে কর্মীসভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখা।
জেলার দপ্তর সম্পাদক রেদওয়ান আহমদ স্বাক্ষরিত এক ঘোষণা পত্রে জানা যায়, আসন্ন ৩০শে সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি রোজ মঙ্গল বার ওসমানী নগরে জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হবে।
জাতীয় দৈনিক বিকাল বার্তার সাথে আলোচনা কালে সিলেট জেলা যুবদলের দপ্তর সম্পাদক মোঃ রেদওয়ান আহমদ বলেন, ওসমানী নগর উপজেলা যুবদলের একটি সুসংগঠিত, সুশৃঙ্খল এবং শক্তিশালী কমিটি গঠন করার লক্ষ্যে আমরা কর্মী সভার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছি।
বিগত স্বৈরাচারী সরকারের আমলে যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন এবং দলের শৃঙ্খলা মেনে কাজ করে যাচ্ছেন আগামীতে তাদেরকেই ওসমানী নগর উপজেলা যুবদলের কমিটিতে স্থান দেওয়া হবে। উপজেলা যুবদলের কমিটিতে কোনো অনুপ্রবেশকারীদেরকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না। দলের ত্যাগী নেতাকর্মীদেরকে মূল্যায়ন করে যুবদলের উপজেলা কমিটি গঠন করা হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১দফা বাস্তবায়নে ওসমানী নগর উপজেলা যুবদলের নেতাকর্মীরা জোড়ালো ভূমিকা পালন করবেন এমন আশাবাদ ব্যাক্ত করেন তিনি।
দয়ামীর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নির্যাতীত যুব নেতা মোঃ জুয়েল আহমদ দৈনিক বিকাল বার্তাকে বলেন , স্বৈরাচার হাসিনা সরকার ছাত্র ও যুব জনতার অভ্যুত্থানে এই দেশ থেকে বিতাড়িত হয়েছে । গত ১৭ বছর যে স্বৈরাচার সরকার আমাদের জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের গুম,খুম,নির্যাতন,নিপীড়ণ ও জুলুম করেছে এর প্রতিবাদে ওসমানী নগর উপজেলা যুবদলের সাহসী কিছু নেতাকর্মীরা রাজপথের আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিলো। দূর্দিনের আন্দোলন সংগ্রামে মাঠে না থেকে অনেকেই এখন রাজপথের আন্দোলন সংগ্রামে ছিলো বলে ভূয়া স্বীকৃতি লাভ করতে মিথ্যার আশ্রয় নেওয়ার চেষ্টা করবে। আমরা অনেক ত্যাগের বিনিময়ে আজ এই রাজনৈতিক মাঠে দাঁড়াতে পেরেছি। এখন সময় এসেছে ত্যাগী নেতাকর্মীদের সঠিক মূল্যায়নের। নতুন কমিটিতে অনুপ্রবেশকারী ঠেকাতে কমিটি গঠনের সাথে জড়িতদের চোখ কান খোলা রেখেই ওসমানীনগর উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা করার দাবী জানান তিনি।
এদিকে সিলেট জেলা যুবদল সূত্রে জানা গেছে, কমিটি গঠনের বিষয়ে তারা এবার বেশ সতর্কতা অবলম্বন করছেন। পদপ্রত্যাশীদের তদবিরের ওপর তারা নির্ভর করবেন না। কমিটিতে স্থান পেতে পদ-প্রত্যাশী লবিং ও তদবিরকারী নেতা কর্মীদের ব্যাপারে মাঠপর্যায়ে ব্যাপক খোঁজ খবর নিচ্ছেন তারা।
গোয়ালাবাজার ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো: ফখরুল ইসলাম বিকাল বার্তার প্রতিনিধিকে বলেন,
মূলত দলের দুঃসময়ে মাঠে থেকে যারা সংগ্রাম করেছেন আওয়ামী লীগ সরকার আমলে মামলা-মোকদ্দমা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন এমন নেতাকর্মীদের দিয়ে কমিটি গঠন করলে দল উপকৃত হবে।
গোয়ালাবাজার ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক
মোঃ ওয়েস আহমদ তাঁর প্রতিক্রিয়ায় বলেন,ওসমানীনগরে যুবদলের নতুন কমিটি দেওয়ার একটা পরিবেশ তৈরি হয়েছে। কোনো কারণে ত্যাগী নেতাকর্মীরা নতুন কমিটিতে স্থান পাওয়া থেকে বঞ্চিত হলে আমরা তা মেনে নেবোনা। বিগত ফ্যাসিবাদী আমলে রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালনকারী যুবদলের চিহ্নিত ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করেই উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা করতে হবে।
সাদীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমদ মেম্বার জাতীয় দৈনিক বিকাল বার্তাকে বলেন,
কোন অবস্থাতেই সুবিধাবাদী নেতা কর্মীদের আসন্ন উপজেল যুবদলের কমিটিতে স্থান দেওয়া যাবে না। ত্যাগী,পরিশ্রমী ও দলের দুর্দিনে যারা দলের জন্য
ঝুকি নিয়ে রাজপথে লড়াই সংগ্রাম করেছেন এমন
নেতা কর্মীদের সমন্বয়ে যুবদলের একটি শক্তিশালী
কমিটি গঠন করা হোক।
ওসমানীনগর উপজেলা যুবদলের আসন্ন কমিটিতে
সাংগঠনিক সম্পাদক পদ-প্রত্যাশী মোঃ কয়েস আহমদ
জাতীয় দৈনিক বিকালবার্তা কে বলেন, আমাদের খেয়াল রাখতে হবে যে, যুবদলের যে নতুন কমিটি গঠন করা হবে সেই কমিটিতে রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নেতাদেরকে যেন মূল্যায়ন করা হয়। আওয়ামীলীগ আমলে ফ্যাসিবাদের সাথে আতাত করে চলা কোনো সুবিধাবাদী ব্যক্তি যেন আসন্ন ওসমানীনগর উপজেলা যুবদলের কমিটিতে স্থান না পায় এ ব্যাপারে রাজপথের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সজাগ থাকতে হবে।
উল্লেখ্য রাজপথের আন্দোলন-সংগ্রামে বিএনপি’র অন্যতম ভরসা জাতীয়তাবাদী যুবদল। আগামী দিন গুলোতে নানা ইস্যুতে আন্দোলন সংগ্রামে কার্যকরী ভূমিকা পালন করতে সিলেট জেলা যুবদল সিলেট জেলা জুড়েই তাদের উপজেলা কমিটি গুলোর পুন:গঠন প্রক্রিয়া শুরু করেছে।